মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৬৩৬
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যখন তাহার ভাইকে কাফন দান করে, যেন উত্তমরূপে কাফন দান
করে তাহাকে। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৬৩৭
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি হজ্জের সফরে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। তাহার উটনী তাহাকে ফেলিয়া দিয়া ঘাড় ভাঙ্গিয়া দিল, ফলে সে এহরাম অবস্থায় মারা গেল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তাহাকে বরই পাতার জোশ দেওয়া পানিতে গোসল দান কর এবং তাহার এহরামের কাপড় দুইটি দ্বারাই তাহাকে কাফন দান কর। তাহার গায়ে খোশবু লাগাইও না এবং তাহার মাথা ঢাকিও না। কেননা, সে কিয়ামতের দিনে এইভাবে 'লাব্বাইকা' বলিতে বলিতেই উঠিবে। --মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৬৩৮
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তোমাদের সাদা কাপড় পরিধান করিবে! কেননা, ইহাই তোমাদের কাপড় সমূহের মধ্যে উত্তম এবং ইহা দ্বারাই তোমাদের মুর্দারের কাফন দিবে। আর তোমাদের সুর্যা জাতীয় জিনিসসমূহের মধ্যে 'ইসমিদ'ই হইল উত্তম! কেননা, উহা কেশ জন্মায় এবং দৃষ্টিশক্তি বাড়ায়। –আবু দাউদ ও তিরমিযী; কিন্তু ইবনে মাজাহ্—'মুর্দারের' পর্যন্ত বর্ণনা করিয়াছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান