মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫২৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব।
‘রুগ্নকে দেখিতে যাওয়া' মূলে عيادات শব্দ রহিয়াছে। ইহার অর্থ রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়া, বিমারের খোঁজ-খবর লওয়া বা তাহার তত্ত্বাবধান করা।
যে রোগীর দেখাশুনা বা সেবা-শুশ্রুষা করার লোক আছে তাহাকে দেখিতে যাওয়া বা তাহার খোঁজ-খবর লওয়া সুন্নত, আর যাহার এইরূপ লোক নাই, তাহার তত্ত্বাবধান করা ওয়াজিব। দুঃখের বিষয় আজকাল মুসলিম সমাজ এই কর্তব্যটির প্রতি সীমাহীন অবহেলা প্রদর্শন করিতেছে। আলেমরাও এ ব্যাপারে কর্তব্য সচেতন নহে। ফলে খ্রীষ্টান মিশনারীগণ তাহাদের স্থান অধিকার করিয়া লইয়াছে এবং এই উসীলায় মানুষকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করার সুযোগ লাভ করিতেছে।
‘রুগ্নকে দেখিতে যাওয়া' মূলে عيادات শব্দ রহিয়াছে। ইহার অর্থ রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়া, বিমারের খোঁজ-খবর লওয়া বা তাহার তত্ত্বাবধান করা।
যে রোগীর দেখাশুনা বা সেবা-শুশ্রুষা করার লোক আছে তাহাকে দেখিতে যাওয়া বা তাহার খোঁজ-খবর লওয়া সুন্নত, আর যাহার এইরূপ লোক নাই, তাহার তত্ত্বাবধান করা ওয়াজিব। দুঃখের বিষয় আজকাল মুসলিম সমাজ এই কর্তব্যটির প্রতি সীমাহীন অবহেলা প্রদর্শন করিতেছে। আলেমরাও এ ব্যাপারে কর্তব্য সচেতন নহে। ফলে খ্রীষ্টান মিশনারীগণ তাহাদের স্থান অধিকার করিয়া লইয়াছে এবং এই উসীলায় মানুষকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করার সুযোগ লাভ করিতেছে।
১৫২৩। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ক্ষুধার্তকে খাদ্য দান কর, রুগ্ন ব্যক্তির দেখাশুনা কর এবং বন্দীকে মুক্ত কর। —বুখারী
كتاب الجنائز
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيض وفكوا العاني» . رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: