মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১২৫১

পরিচ্ছেদঃ ৩৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমাদের পরওয়ারদেগারে আলম দুই ব্যক্তি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। (১) যে ব্যক্তি তাহার প্রিয়তমা ও আপন পরিবারের মধ্য হইতে নরম শয্যা রাজাই ত্যাগ করিয়া নামাযের জন্য লাফাইয়া উঠিয়াছে, তাহার সম্পর্কে আল্লাহ্ তা'আলা আপন ফিরিশতা দিগকে বলেন, দেখ! আমার বান্দার প্রতি, সে তাহার প্রিয়তমা ও তাহার পরিবারের মধ্য হইতে নরম শয্যা ও বিছানা ত্যাগ করিয়া নামাযের জন্য লাফাইয়া উঠিয়াছে—আমার নিকট যে পুরস্কার রহিয়াছে উহার আগ্রহে এবং আমার নিকট যে শাস্তি রহিয়াছে উহার ভয়ে। এবং (২) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে প্রবৃত্ত হইয়াছে এবং পরাজিত হইয়া আপন সঙ্গীদের সহিত পশ্চাদপসরণ করিয়াছে, অতঃপর সে বুঝিতে পারিয়াছে, পশ্চাদপসরণের মধ্যে কি অমঙ্গল এবং প্রত্যাবর্তনের মধ্যে কি মঙ্গল রহিয়াছে। সুতরাং সে পুনঃ (জেহাদে) প্রত্যাবর্তন করিয়াছে যাহাতে তাহার রক্তপাত হইয়াছে, তাহার সম্পর্কে আল্লাহ্ তা'আলা আপন ফিরিশতাদের বলেন, দেখ ! আমার বান্দার প্রতি। সে প্রত্যাবর্তন করিয়াছে আমার নিকট উহার যে পুরস্কার রহিয়াছে উহার আগ্রহে এবং আমার নিকট উহার জন্য যে তিরস্কার রহিয়াছে তাহার ভয়ে, যাহাতে তাহার রক্তপাত হইয়া গিয়াছে। —শরহে সুন্নাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৫২

পরিচ্ছেদঃ ৩৪. তৃতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমাকে বলা হইল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাহারও বসিয়া নামায পড়া (সওয়াবে) দাঁড়াইয়া পড়ার অর্ধেক। আব্দুল্লাহ্ বলেন, অতঃপর আমি হুযূরের নিকট যাইয়া দেখিলাম তিনি বসিয়া নামায পড়িতেছেন। (ইহা দেখিয়া আমি আশ্চর্যান্বিত হইলাম এবং) তাঁহার মাথার উপর হাত রাখিলাম। হুযূর বলিলেন, কি হে আব্দুল্লাহ্ ! (আব্দুল্লাহ্ বলেন,) আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে বলা হইয়াছে যে, আপনি নাকি বলিয়াছেন, কাহারও বসিয়া নামায পড়া দাড়াইয়া পড়ার অর্ধেক, অথচ আপনি বসিয়া নামায পড়িতেছেন। হুযূর বলিলেন হ্যাঁ, (তাহা সত্য,) তবে আমি তোমাদের কাহারও ন্যায় নহি। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান