মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১১৫২

পরিচ্ছেদঃ ২৯. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫২। হযরত ইয়াযীদ ইবনে আসওয়াদ (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর সহিত তাঁহার বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। আমি তাঁহার সহিত (মিনার) মসজিদে খায়কে ফজরের নামায পড়িলাম। যখন তিনি তাঁহার নামায সম্পন্ন করিয়া পিছনে ফিরিলেন, দেখিলেন, দুইটি লোক জনমণ্ডলীর শেষ প্রান্তে রহিয়াছে, যাহারা তাঁহার সহিত নামায পড়ে নাই। হুযুর বলিলেন, তাহাদিগকে আমার নিকট আন। তখন তাহাদিগকে আনা হইল, অথচ (ভয়ে) তাহাদের শরীর কাঁপিতেছিল। হুযূর তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমাদের সহিত নামায পড়িতে তোমাদের কিসে বাধা দিল ? তাহারা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আমাদের আবাসে নামায পড়িয়া আসিয়াছি। হুযুর বলিলেন, এইরূপ করিবে না। তোমরা যখন তোমাদের আবাসে নামায পড়িবে, অতঃপর জামাআত হইতেছে এইরূপ মসজিদে উপস্থিত হইবে, তখন তাহাদের সহিত (পুনরায়) নামায পড়িবে। ইহা তোমাদের জন্য নফল হইবে। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান