মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১১৩৩

পরিচ্ছেদঃ ২৭. প্রথম অনুচ্ছেদ - ইমামের দায়িত্ব
১১৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (পরবর্তী ইমাম ও আমীরগণ) তোমাদের নামায পড়াইবে, যদি তাহারা ঠিকমত পড়ায় তাহা হইলে তো উহা তোমাদের সকলের পক্ষেই, আর বে-ঠিক পড়াইলে উহা তোমাদের পক্ষে, কিন্তু তাহাদের বিপক্ষে। বোখারী
[এই অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই। ]
[এই অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নাই। ]

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১১৩৪

পরিচ্ছেদঃ ২৭. তৃতীয় অনুচ্ছেদ - ইমামের দায়িত্ব
১১৩৪। হযরত ওসমান ইবনে আবুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে শেষ যে উপদেশ দিয়াছেন তাহা হইল, যখন তুমি লোকদের ইমামত করিবে, সংক্ষেপ করিয়া তাহাদের নামায পড়াইবে। — মুসলিম
তাঁহার অপর এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে বলিলেনঃ তুমি তোমার লোকদের নামায পড়াইও! ওসমান বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এ ব্যাপারে আমি আমার অন্তরে ভয় অনুভব করি। হুযূর বলিলেন, নিকটে আস। অতঃপর তিনি আমাকে তাঁহার সম্মুখে বসাইলেন এবং আমার বক্ষস্থলে আমার দুই স্তনের মধ্যখানে হাত রাখিলেন, তৎপর বলিলেন ফির, (আমি ফিরিলাম) এবং তিনি আমার পিঠে হাত রাখিলেন আমার দুই বাহুমূলের মধ্যস্থলে। অতঃপর বলিলেন, যাও, এবার তুমি তোমার লোকদের ইমামত করিতে থাক; কিন্তু মনে রাখিও, যে ব্যক্তি লোকদের ইমামত করিবে সে যেন নামায সংক্ষেপ করে। কেননা, তাহাদের মধ্যে বৃদ্ধ রহিয়াছে, তাহাদের মধ্যে রুগ্ন ব্যক্তি রহিয়াছে, তাহাদের মধ্যে দুর্বল ব্যক্তি রহিয়াছে এবং তাহাদের মধ্যে কর্মব্যস্ত লোকও রহিয়াছে। হ্যাঁ, যখন তোমাদের কেহ একা নামায পড়িবে তখন যেরূপ ইচ্ছা সেরূপ পড়িবে।
তাঁহার অপর এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে বলিলেনঃ তুমি তোমার লোকদের নামায পড়াইও! ওসমান বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এ ব্যাপারে আমি আমার অন্তরে ভয় অনুভব করি। হুযূর বলিলেন, নিকটে আস। অতঃপর তিনি আমাকে তাঁহার সম্মুখে বসাইলেন এবং আমার বক্ষস্থলে আমার দুই স্তনের মধ্যখানে হাত রাখিলেন, তৎপর বলিলেন ফির, (আমি ফিরিলাম) এবং তিনি আমার পিঠে হাত রাখিলেন আমার দুই বাহুমূলের মধ্যস্থলে। অতঃপর বলিলেন, যাও, এবার তুমি তোমার লোকদের ইমামত করিতে থাক; কিন্তু মনে রাখিও, যে ব্যক্তি লোকদের ইমামত করিবে সে যেন নামায সংক্ষেপ করে। কেননা, তাহাদের মধ্যে বৃদ্ধ রহিয়াছে, তাহাদের মধ্যে রুগ্ন ব্যক্তি রহিয়াছে, তাহাদের মধ্যে দুর্বল ব্যক্তি রহিয়াছে এবং তাহাদের মধ্যে কর্মব্যস্ত লোকও রহিয়াছে। হ্যাঁ, যখন তোমাদের কেহ একা নামায পড়িবে তখন যেরূপ ইচ্ছা সেরূপ পড়িবে।

তাহকীক:
তাহকীক চলমান