মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১১২৬
details icon

পরিচ্ছেদঃ ২৬. তৃতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৬। হযরত আমর ইবনে সালেমা (রাঃ) বলেন, আমরা লোক চলাচলের পথে একটি কূপের নিকটে বাস করিতাম, যথা দিয়া পথারোহীগণ চলাচল করিত। আমরা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিতাম, মানুষের কি হইল, মানুষের কি হইল (তাহারা কি বলে)? লোকটি কে? তাঁহারা উত্তর করিত, লোকটি মনে করে তাঁহাকে আল্লাহ্ নবী করিয়া পাঠাইয়াছেন এবং তাঁহার প্রতি এইরূপ এইরূপ ওহী নাযিল করিয়াছেন। তখন আমি সেই ওহী বাণীটি এমনভাবে মুখস্থ করিয়া লইতাম, যেন উহা আমার অন্তরে বদ্ধমূল হইয়া গিয়াছে। কিন্তু আরবগণ তখন তাহাদের ইসলাম গ্রহণ সম্পর্কে মক্কা বিজয়ের অপেক্ষা করিতেছিল। তাহারা বলিত তাহাকে তাহার গোত্রের সহিত যুঝিতে দাও। যদি সে তাহাদের উপর জয়লাভ করে, তখন মনে করিব যে, সে সত্য নবী। যখন মক্কা বিজয়ের ঘটনা ঘটিল, প্রত্যেক গোত্রই ইসলাম গ্রহণে তাড়াতাড়ি করিল এবং আমার পিতা আমাদের গোত্রের ইসলাম গ্রহণের পূর্বেই তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করিলেন। যখন তিনি গোত্রে প্রত্যাবর্তন করিলেন, বলিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের নিকট এক সত্য নবীর সমীপ হইতেই আসিলাম। তিনি বলিয়া থাকেন, এই নামায এই সময় পড়িবে, ঐ নামায ঐ সময় পড়িবে। যখন নামাযের সময় উপস্থিত হইবে, তখন তোমাদের মধ্য হইতে যেন কেহ আযান দেয় এবং যেন তোমাদের ইমামত সেই ব্যক্তি করে, যে কোরআন অধিক জানে। তখন লোকেরা দেখিল, আমা অপেক্ষা অধিক কোরআন জানে আর কেহ নাই। কেননা, আমি পথিকদের নিকট হইতে পূর্বেই উহা মুখস্থ করিয়া লইয়াছিলাম। তখন তাহারা আমাকেই তাহাদের আগে বাড়াইয়া দিল, অথচ তখন আমি ছয় কি সাত বৎসরের ছেলে মাত্র। তখন আমার গায়ে একটি চাদর ছিল, যখন আমি সজদা করিতাম, উহা আমার গায়ে আটকাইয়া যাইত (এবং আমার নিতম্ব খুলিয়া যাইত)। তখন গোত্রের এক স্ত্রীলোক বলিল, তোমরা কি আমাদের হইতে তোমাদের ইমামের লজ্জাস্থান ঢাকিবে না ? তখন তাহারা (কাপড়) খরিদ করিল এবং আমার জন্য একটি জামা প্রস্তুত করিল। আমি এই জামা পাইয়া এতই আনন্দিত হইলাম যে, ইহার পূর্বে কোন জিনিস পাইয়াই এত আনন্দিত হই নাই। — বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১২৭
details icon

পরিচ্ছেদঃ ২৬. তৃতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৭্। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর হিজরতের পূর্বে যখন প্রথম মুহাজির দল মদীনা পৌঁছিলেন, তখন আবু হুযায়ফার গোলাম সালেম (রাঃ) তাঁহাদের ইমামত করিতেন, অথচ তাঁহাদের মধ্যে তখন হযরত ওমর ও আবু সালামা ইবনে আব্দুল আসাদ-এর ন্যায় লোকও বিদ্যমান ছিলেন। – বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১২৮
details icon

পরিচ্ছেদঃ ২৬. তৃতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তি—তাহাদের নামায তাহাদের মাথার উপর এক বিঘত্ত উঠান হয়। না। (১) যে ব্যক্তি লোকের ইমামত করে, অথচ তাহারা তাহার উপর নারায, (২) সেই স্ত্রীলোক —যে রাত্রি যাপন করে অথচ তাহার স্বামী তাহার উপর (সংগত কারণে) নাখোশ এবং (৩) সেই দুই ভাই—যাহারা পরস্পরে বিচ্ছিন্ন। – ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান