মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৬২

পরিচ্ছেদঃ ১৩. তৃতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৬২। হযরত আসমা বিনতে উমাইস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, বললাম, ইয়া রাসূলাল্লাহ! ফাতিমা বিনতে আবু হুবাইশ এতদিন ধরে ইস্তেহাজায় আক্রান্ত রয়েছে এবং নামায পড়েনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুবহানাল্লাহ! (কি আশ্চর্যের কথা) এতো শয়তানের তরফ হতে (সংঘটিত ঘটনা)। সে যেন একটি গামলার মধ্যে বসে। তারপর যদি সে পীতবর্ণের রক্ত দেখে তখন যেন সে গোসল করে। যোহর এবং আছরের জন্য একটি গোসল, মাগরিব ও এশার জন্য করে আর একটি গোসল আর ফজরের জন্য একটি গোসল এবং এদের মধ্যস্থলে অজু করে নেয়। -আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৬৩

পরিচ্ছেদঃ ১৩. তৃতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৬৩। আবু দাউদ এটাও বলেছেন যে, মুজাহিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেছেন, যখন ফাতিমার জন্য প্রত্যেক নামাযের জন্য পৃথক পৃথক গোসল করা কঠিন হয়ে পড়েছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে দুই দুই নামায একসাথে পড়তে নির্দেশ দিয়েছিলেন।

তাহকীক:
তাহকীক চলমান