মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৫৭

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৫৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, ফাতিমা বিনত আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি সর্বদা ইস্তেহাজা রোগে আক্রান্ত থাকি। কখনও পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি আমার নামায আদায় পরিত্যাগ করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তা একটি শিরার রক্ত। হায়েজের রক্ত নয়। তোমার হায়েজ শুরু হলে নামায আদায় বন্ধ করবে। আর হায়েজের মেয়াদ শেষ হয়ে গেলে তুমি তোমার শরীর হতে রক্ত ধুয়ে ফেলবে (অর্থাৎ গোসল করবে) এবং নামায পড়তে শুরু করবে। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান