মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৭৩

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৩। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক লোক এসে বলল, আমার মনে এমন সব কল্পনা আসে, তা প্রকাশ করা অপেক্ষা আমি আগুনে জ্বলে কয়লা হয়ে যাওয়া বেশী পছন্দ করি। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, সকল প্রশংসা সেই আল্লাহ্ যে এর বিষয়টি কুমন্ত্রণার দিকে ফিরিয়ে দিয়েছেন। (আবু দাউদ)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৪

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৪। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বনী আদমের প্রতি রয়েছে শয়তানের একটি খোঁচা আর ফিরিশতারও রয়েছে একটি খোঁচা। সুতরাং শয়তানের খোঁচা হল মন্দের ভয় দেখানো এবং সত্য অস্বীকার করা। আর ফিরিশতার খোঁচা হল মঙ্গলের সুসংবাদ প্রদান এবং সত্যকে সত্যায়ন করা। অতএব যে এটা অনুভব করে তার উচিত আল্লাহর হামদ করা এবং এটাকে আল্লাহর তরফ থেকে বলে মনে করা। আর যে অন্যটি অনুভব করে, তাহলে সে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাইবে। এরপর তিনি (ﷺ) কোরআনের নিম্ন আয়াত তেলাওয়াত করেন- الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ ويأمركم بالفحشاء “শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং বদকার্য করার হুকুম দেয়।” (তিরমিযী) তিনি বলেন, হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৫

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, মানুষ পরস্পরে আলোচনা করতে থাকবে, এমনকি বলা হবে, আল্লাহ্ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ্কে কে সৃষ্টি করেছে? যখন লোকেরা এরূপ বলাবলি করবে, তখন তোমরা বলে দিবে- “আল্লাহ্ এক, আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্মগ্রহণও করেননি এবং তাঁর সমকক্ষও কেউ নেই। তারপর বাম দিকে তিন বার থুথু ফেলবে এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে। (আবু দাউদ) এবং আমর ইবনুল আহওয়াস-এর হাদীস আমরা خطبة يوم النحر অধ্যায়ে বর্ণনা করব ইনশায়াল্লাহ তা'আলা।

তাহকীক:
তাহকীক চলমান