মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬১
- ঈমানের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৬১। হযরত মুআয (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দশটি অসিয়ত করেছেনঃ ১। তােমাকে যদি হত্যাও করা হয় বা জ্বালিয়ে দেয়া হয় তবুও আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ২। পিতা-মাতার অবাধ্য হয়ো না যদিও তাঁরা তোমাকে পরিবার পরিজন ও ধনমাল থেকে সরে যেতে আদেশ দেন, ৩। স্বেচ্ছায় ফরয নামায তরক করো না, কেননা যে ইচ্ছাকৃত ফরয নামায তরক করে তার ব্যাপারে আল্লাহর কোন দায়িত্ব থাকে না, ৪। মদ পান করো না, কারণ তা সর্বপ্রকার অশ্লীলতার উৎস, ৫। পাপাচার বর্জন কর, কেননা পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, ৬। ময়দানে জেহাদ থেকে পলায়ন করো না যদিও সবাই নিহত হয়ে যায়, ৭। মহামারী লাগলে (পূর্ব থেকে) যদি তুমি সেখানে থাক তাহলে সেখানে অবস্থান কর, ৮। তোমার সামর্থ্য পরিমাণ পরিবার পরিজনের জন্য ব্যয় কর, ৯। তাদের সদাচার শিক্ষা দান এবং শাসন করা থেকে হাত গুটিয়ে রেখ না, ১০। তাদের আল্লাহর ভয় দেখাও। (আহমদ)
كتاب الإيمان
باب الكبائر وعلامات النفاق - الفصل الثالث
عَنْ مُعَاذٍ قَالَ: أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتُ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ وَلَا تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأَسَ كُلِّ فَاحِشَةٍ وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بالمعصية حل سخط الله عز وَجل وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِذا أصَاب النَّاس موتان وَأَنت فيهم فَاثْبتْ وَأنْفق عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ. رَوَاهُ أَحْمَدُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬২
- ঈমানের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৬২। হযরত হুযায়ফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুনাফেকী কেবল রাসূল (ﷺ)-এর সময় ছিল, কিন্তু বর্তমানে হয় ঈমান, না হয় কুফর। (বোখারী)
كتاب الإيمان
باب الكبائر وعلامات النفاق - الفصل الثالث
وَعَن حُذَيْفَة قَالَ: إِنَّمَا كَانَ النِّفَاق عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّا الْيَوْمَ فَإِنَّمَا هُوَ الْكفْر بعد الايمان. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক: