আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩২৯
৬৪৩- বন্ধুর সার্থে ভালোবাসার আতিশয্য দেখাবে না।
১৩২৯. মুহাম্মাদ ইব্ন উবায়দ আল-কিন্দী বলেন, আমি হযরত আলী (রাযিঃ)-কে, ইব্নুল কাওয়াকে লক্ষ্য করিয়া বলিতে শুনিয়াছিঃ প্রবীণরা কি বলিয়াছেন জান ? তোমার বন্ধুর প্রতি বন্ধুত্ব প্রদর্শন করিতেও সীমার মধ্যে থাকিবে। কালে হয়ত সে তোমার শত্রুতে পরিণত হইবে এবং তোমার শত্রুর প্রতি শত্রুতা পোষণ করিতেও সীমার মধ্যে থাকিবে। কালে সে হয়ত তোমার বন্ধুতেও পরিণত হইবে।
بَابُ أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا
حَدَّثَنَا عَبْدُ اللهِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكِنْدِيُّ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ لِابْنِ الْكَوَّاءِ: هَلْ تَدْرِي مَا قَالَ الأَوَّلُ؟ أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا.

তাহকীক:
তাহকীক চলমান