আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩০৪
৬২৬- আলাপ-পরিচয়।
১৩০৪. হযরত মুগীরা ইব্‌ন শু’বা সম্পর্কে আবু ইস্‌হাক বলেন, একদা জনৈক ব্যক্তি (অনুযোগের সুরে) তাঁহাকে লক্ষ্য করিয়া বলিলঃ আল্লাহ্ আমীরের মঙ্গল করুন ! আপনার দ্বাররক্ষী কোন কোন লোককে চিনে। তাই আপনার সাক্ষাৎ প্রার্থীদের মধ্যে সে ঐ সব লোককেই অগ্রাধিকার দিয়া থাকে [এবং তাহার নিকট অপরিচিতদের দীর্ঘক্ষণ বসিয়া থাকিতে হয়] শুনিয়া তিনি বলিলেন, এ ব্যাপারে আল্লাহ্ই তাহাকে মা‘যূর (ওযরগ্রস্ত) করিয়া রাখিয়াছেন। [ইহা তাহার দোষ নহে] কেননা, পরিচয় দংশনকারী কুকুর এবং মাতোয়ালা অর্থাৎ আক্রমনোদ্যত উটের সম্মুখেও মানুষের উপকারে আসে। অর্থাৎ পরিচয় থাকিলে এমন যে দংশনকারী কুকুর বা আক্রমনোদ্যত হিংস্র উট- উহাও পরিচিত জনকে খাতির করে ।
بَابُ الْمَعْرِفَةِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ‏:‏ قَالَ رَجُلٌ‏:‏ أَصْلَحَ اللَّهُ الأَمِيرَ، إِنَّ آذِنَكَ يَعْرِفُ رِجَالاً فَيُؤْثِرُهُمْ بِالإِذْنِ، قَالَ‏:‏ عَذَرَهُ اللَّهُ، إِنَّ الْمَعْرِفَةَ لَتَنْفَعُ عِنْدَ الْكَلْبِ الْعَقُورِ، وَعِنْدَ الْجَمَلِ الصَّؤُولِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান