আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৭১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬১১- কবুতরের বাজি ধরা।
১২৭১. হোসাইন ইব্‌ন মাস’আব বলেন, একদা এক ব্যক্তি হযরত আবু হুরায়রা (রাযিঃ)-কে বলিল, আমরা দুইটি কবুতরের মধ্যে বাজী ধরিয়া থাকি, কিন্তু পাছে সালিসই উহা মারিয়া দেয় এই ভয়ে আমরা কোন সালিস নিযুক্ত করিতেও কুণ্ঠিত থাকি। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলিলেনঃ ইহা তো একটা ছেলেমী ব‍্যাপার ! তোমরা কি উহা পরিত্যাগ করিতে পার না?
أبواب الأدب المفرد للبخاري
بَابُ قِمَارِ الْحَمَامِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ، عَنْ حُصَيْنِ بْنِ مُصْعَبٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ لَهُ رَجُلٌ‏:‏ إِنَّا نَتَرَاهَنُ بِالْحَمَامَيْنِ، فَنَكْرَهُ أَنْ نَجْعَلَ بَيْنَهُمَا مُحَلِّلاً تَخَوُّفَ أَنْ يَذْهَبَ بِهِ الْمُحَلِّلُ‏؟‏ فَقَالَ أَبُو هُرَيْرَةَ‏:‏ ذَلِكَ مِنْ فِعْلِ الصِّبْيَانِ، وَتُوشِكُونَ أَنْ تَتْرُكُوهُ‏.‏
tahqiq

তাহকীক: