আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৬৯
৬১০. মোরগের দ্বারা জুয়া খেলা
১২৬৯. হযরত রাবীয়া ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, হযরত উমর (রাযিঃ)-এর যুগে দুই ব্যক্তি দুইটি মোরগের দ্বারা জুয়া খেলে। হযরত উমর (রাযিঃ) মোরগগুলিকে হত্যা করার নির্দেশ দেন। এমন সময় জনৈক আনসারী তাঁহাকে বলিলেনঃ আপনি এমন একটি জীব হত্যা করিবেন যে আল্লাহ্‌র গুণগান (তাস্‌বীহ) করিয়া করিয়া থাকে ? তখন তিনি ঐগুলি ছাড়িয়া দিলেন।
بَابُ قِمَارُ الدِّيكِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ‏:‏ حَدَّثَنِي مَعْنٌ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَبِيهِ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهُدَيْرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَجُلَيْنِ اقْتَمَرَا عَلَى دِيكَيْنِ عَلَى عَهْدِ عُمَرَ فَأَمَرَ عُمَرُ بِقَتْلِ الدِّيَكَةِ، فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ‏:‏ أَتَقْتُلُ أُمَّةً تُسَبِّحُ‏؟‏ فَتَرَكَهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান