আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০৫- ভূমিষ্ঠ শিশু পুত্র বা কন্যা যাই হোক, সুস্থ জন্মগ্রহণ করায় যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো।
১২৬৪. কাসীর ইব্‌ন উবায়দ বলেন, হযরত আয়েশা (রাযিঃ) তাঁহাদের মধ্যে অর্থাৎ পরিবার পরিজনের মধ্যে কোন শিশু সন্তানের জন্ম হইলে কখনো জিজ্ঞাসা করিতেন না যে নবজাতক ছেলে না মেয়ে ? তিনি বরং জিজ্ঞাসা করিতেন : সুষ্ঠুদেহী হইয়াছে তো ? যখন বলা হইত, জ্বী হ্যাঁ, তখন তিনি বলিতেনঃ আল-হাম্‌দুলিল্লাহি রাব্বিল আলামীন-সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্ তাআলার জন্য ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ حَمِدَ اللَّهَ عِنْدَ الْوِلَادَةِ إِذَا كَانَ سَوِيًّا وَلَمْ يُبَالِ ذَكَرًا أَوْ أُنْثَى
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دُكَيْنٍ، سَمِعَ كَثِيرَ بْنَ عُبَيْدٍ قَالَ‏:‏ كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا إِذَا وُلِدَ فِيهِمْ مَوْلُودٌ، يَعْنِي‏:‏ فِي أَهْلِهَا، لاَ تَسْأَلُ‏:‏ غُلاَمًا وَلاَ جَارِيَةً، تَقُولُ‏:‏ خُلِقَ سَوِيًّا‏؟‏ فَإِذَا قِيلَ‏:‏ نَعَمْ، قَالَتِ‏:‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ‏.‏
tahqiq

তাহকীক: