আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫১
৫৯৫. যিয়াফত খাওয়ানো
১২৫১. মায়মুন ইব্‌ন মিরান বলেন, আমি একদা নাফি’কে জিজ্ঞাসা করিলাম, ইব্‌ন উমর (রাযিঃ) কি সাধারণভাবে বেশী লোক ডাকিয়া যিয়াফত খাওয়াইতেন ? তিনি বলিলেনঃ (বড় একটা) না, তবে একবারের কথা। তাঁহার একটি উট অত্যন্ত দুর্বল হইয়া পড়ে। আমরা উহা যবাহ্ করিয়া ফেলি । তখন তিনি বলিলেনঃ মদীনাবাসীদিগকে সাধারণভাবে যিয়াফত করিয়া দাও!
নাফি’ বলেন, আমি বলিলাম, হে আবু আব্দুর রহমান, কিসের দ্বারা যিয়াফত ? আমাদের কাছে রুটি নাই । তখন তিনি বলিয়া উঠিলেনঃ হে আল্লাহ্! তোমারই সব প্রশংসা ! এই হইল গোশত, এই হইল ঝোল, যাহার রুচি হইবে খাইবে, যাহার রুচি হইবে না (খাইবে না) চলিয়া যাইবে।
بَابُ الْمَأْدُبَةِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ قَالَ‏:‏ سَمِعْتُ مَيْمُونًا يَعْنِي ابْنَ مِهْرَانَ قَالَ‏:‏ سَأَلْتُ نَافِعًا‏:‏ هَلْ كَانَ ابْنُ عُمَرَ يَدْعُو لِلْمَأْدُبَةِ‏؟‏ قَالَ‏:‏ لَكِنَّهُ انْكَسَرَ لَهُ بَعِيرٌ مَرَّةً فَنَحَرْنَاهُ، ثُمَّ قَالَ‏:‏ احْشُرْ عَلَيَّ الْمَدِينَةَ، قَالَ نَافِعٌ‏:‏ فَقُلْتُ‏:‏ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، عَلَى أَيِّ شَيْءٍ‏؟‏ لَيْسَ عِنْدَنَا خُبْزٌ، فَقَالَ‏:‏ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، هَذَا عُرَاقٌ، وَهَذَا مَرَقٌ، أَوْ قَالَ‏:‏ مَرَقٌ وَبَضْعٌ، فَمَنْ شَاءَ أَكَلَ، وَمَنْ شَاءَ وَدَعَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান