আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৩৮
৫৮৬- রাতের বেলা ঘরের দরজা বন্ধ রাখা।
১২৩৮. হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ রাত্রি গভীর হইলে তোমরা গালগল্পের মজলিসে বসিও না। কেননা তোমরা জাননা যে, (রাত্রিতে) আল্লাহ্ তাঁহার কোন কোন সৃষ্টজীবকে ছড়াইয়া দেন। দরজাসমূহ বন্ধ করিয়া দিবে। মশ্কসমূহের মুখ আঁটিয়া দিবে। ভাণ্ডসমূহ উপুড় করিয়া রাখিবে এবং বাতিসমূহ নিভাইয়া দিবে।
بَابُ غَلْقِ الْبَابِ بِاللَّيْلِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْقَاعُ بْنُ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِيَّاكُمْ وَالسَّمَرَ بَعْدَ هُدُوءِ اللَّيْلِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي مَا يَبُثُّ اللَّهُ مِنْ خَلْقِهِ، غَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا السِّقَاءَ، وَأَكْفِئُوا الإِنَاءَ، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ.

তাহকীক:
তাহকীক চলমান