আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৩৬
৫৮৫. বৃষ্টির দ্বারা বরকত হাসিল করা
১২৩৬. ইব্‌ন আবু মুলায়ক, হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) সম্পর্কে বর্ণনা করেন যে, বৃষ্টিপাত হইলেই তিনি তাঁহার দাসীকে বলিতেন, হে বালিকা, আমার ঘোড়ার জিন এবং কাপড়-চোপড় বাহির করিয়া (বৃষ্টিতে) দাও ! (যাহাতে রহমতের বৃষ্টি উহাতে পতিত হয়।) সাথে সাথে তিনি তিলাওয়াত করিতেন কুরআন শরীফের এই আয়াতঃ (‏وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا‏) “আর আকাশ হইতে বর্ষণ করি বরকতপূর্ণ বারিধারা”। (সূরা বাকারাঃ ৯)
بَابُ التَّيَمُّنِ بِالْمَطَرِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ السَّائِبِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ إِذَا مَطَرَتِ السَّمَاءُ يَقُولُ‏:‏ يَا جَارِيَةُ، أَخْرِجِي سَرْجِي، أَخْرِجِي ثِيَابِي، وَيَقُولُ‏:‏ ‏(‏وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا‏)‏‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান