আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২২৫
৫৭৯- কেউ বিছানা থেকে উঠে গিয়ে আবার ফিরে এলে তা যেন ঝেড়ে নেয়।
১২২৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি তাহার বিছানায় যায় তখন তাহার উচিত লুঙ্গির ভিতরের (নীচের) অংশ দিয়া তাহার বিছানা ঝাড়িয়া লওয়া এবং আল্লাহ্‌র নাম লওয়া, কেননা, সে ব্যক্তি জানেনা যে তাহার যাওয়ার পর বিছানায় কী পড়িয়াছে! অতঃপর যখন সে শয্যাগ্রহণ করিতে মনস্থ করে, তখন তাহার ডানপার্শ্বের উপর শয়ন করিবে এবং বলিবেঃ سُبْحَانَكَ رَبِّي، بِكَ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ“হে প্রভু, তোমারই পবিত্রতা বর্ণনা করি, তোমারই নামে গাত্র রাখিতেছি এবং তোমারই নামে আবার গাত্রোত্থান করিব । যদি এই শয়নেই তুমি আমার প্রাণ কবয্ করিয়া লও, তবে উহাকে ক্ষমা করিও, আর যদি পুনরায় প্রাণ দান কর অর্থাৎ জাগ্রত কর তবে যেভাবে তোমার নেক্কার–বান্দাদের হিফাযত কর, সেভাবে উহার হিফাযত কর।”
بَابُ إِذَا قَامَ مِنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ فَلْيَنْفُضْهُ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللهِ قَالَ‏:‏ حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ، فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ وَلْيُسَمِّ اللَّهَ، فَإِنَّهُ لاَ يَعْلَمُ مَا خَلَّفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يَضْطَجِعَ فَلْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ وَلْيَقُلْ‏:‏ سُبْحَانَكَ رَبِّي، بِكَ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান