আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৮৭
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৭. হযরত হান্যালা ইব্ন হিযাইয়াম (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হইলাম। তিনি তখন চারজানু অবস্থায় বসা ছিলেন।
بَابُ التَّرَبُّعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا ذَيَّالُ بْنُ عُبَيْدِ بْنِ حَنْظَلَةَ، حَدَّثَنِي جَدِّي حَنْظَلَةُ بْنُ حِذْيَمٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ جَالِسًا مُتَرَبِّعًا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৮৮
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৮. আবু রুযায়ক বলেন, টিবি হযরত আলী ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন আব্বাসকে তাঁহার ডান পা তাঁহার বাম পায়ের উপর তুলিয়া বসিতে দেখিয়াছেন।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنِي مَعْنٌ قَالَ: حَدَّثَنِي أَبُو رُزَيْقٍ، أَنَّهُ رَأَى عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، جَالِسًا مُتَرَبِّعًا، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى، الْيُمْنَى عَلَى الْيُسْرَى.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৮৯
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৯. ইমরান ইব্ন মুসলিম বলেন, আমি হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে চারজানু অবস্থায় একপায়ের উপর অপর পা রাখিয়া বসিতে দখিয়াছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَجْلِسُ هَكَذَا مُتَرَبِّعًا، وَيَضَعُ إِحْدَى قَدَمَيْهِ عَلَى الأخْرَى.

তাহকীক:
তাহকীক চলমান