আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৮৪
৫৬০. আরামে বসার উদ্দেশ্যে বালিশ প্রদান
১১৮৪. আবু মালীহ্‌ বলেন, আমি তোমার পিতা যায়িদ (রাহঃ) সমভিব্যাহারে হযরত আব্দুল্লাহ ইব্‌ন আম্‌র (রাযিঃ)-এর সকাশে গেলাম। তখন তিনি আমাদের কাছে বর্ণনা করিলেনঃ একদা নবী ক্রিম (ﷺ)-এর নিকট আমরা রোম প্রসঙ্গ উত্থাপন করা হইল। ইহার পরিপ্রেক্ষিতে তিনি আমার ঘরে তাশরীফ আনিলেন। আমই তাঁহার সম্মানার্থে একটি বালিশ তাঁহার দিকে ছুড়িয়া দিলাম যাহার আবরণ ছিল চামড়ার ার ভিতরে ছিল খেজুরের খোসা। তিনি মাটিতেই বসিয়া পড়িলেন এবং বালিশ আমার এবং তাঁহার মধ্যখানে পড়িয়া রহিল। তখন তিনি আমাকে বলিলেনঃ ওহে! পরটি মাসে তিনটি রওজা রাখিলে কই তোমার চলে না? তখন আমই বলিলাম ইয়া রাসূলাল্লাহ্‌! (উহার বেশী কি অনুমতি দেওয়া যায় না?) বলিলেনঃ পাঁচটা?। আমি পুনরায় বলিলাম, ইয়া রাসুলুল্লাহ্‌! বলিলেনঃ যাও,সাতটা। আমি পুনরায় বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! বলিলেনঃ যাও, নয়টা। আমি পুনরায় বলিলাম, ইয়া রাসুলুল্লাহ্‌! বলিলেনঃ যাও,এগারটি। আমি পুনরায় বলিলাম, ইয়া রাসুলুল্লাহ্‌ এবার তিনি ফরমাইলেনঃ দাউদ (আ)-এর রোযার উপর আর রোযা হয় না। অর্ধেক সময় । একদিন রোযা এবং একদিন ইফ্‌তার (বিরতি)
بَابُ مَنْ أُلْقِيَ لَهُ وِسَادَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْفٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ خَالِدٍ عَنْ أَبِي قِلاَبَةَ قَالَ‏:‏ أَخْبَرَنِي أَبُو الْمَلِيحِ قَالَ‏:‏ دَخَلْتُ مَعَ أَبِيكَ زَيْدٍ عَلَى عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، فَحَدَّثَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ذُكِرَ لَهُ صَوْمِي، فَدَخَلَ عَلَيَّ، فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَجَلَسَ عَلَى الأَرْضِ، وَصَارَتِ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ، فَقَالَ لِي‏:‏ أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةُ أَيَّامٍ‏؟‏ قَالَ‏:‏ قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ خَمْسًا، قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ سَبْعًا، قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ تِسْعًا، قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ إِحْدَى عَشْرَةَ، قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ لاَ صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ شَطْرَ الدَّهْرِ، صِيَامُ يَوْمٍ وَإِفْطَارُ يَوْمٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৮৫
৫৬০. আরামে বসার উদ্দেশ্যে বালিশ প্রদান
১১৮৫. হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন বুস্‌র (রাযিঃ) বলেন জও, একদা নবী করীম (ﷺ) তাঁহার পিতার ওদিক হইয়া যাইতেছিলেন। তখন তিনি তাহাকে একটি মখমলী চাদর ছুড়িয়া দেন এবং তিনি উহাতে বসেন।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَى أَبِيهِ، فَأَلْقَى لَهُ قَطِيفَةً فَجَلَسَ عَلَيْهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান