আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৮১
৫৫৭. যখন কাহারও কাছে বসিবে তখন উঠিবার সময় তাঁহার অনুমতি লইবে
১১৮১. হযরত আবু মুসা (রাযিঃ) বলেন, একদা আমি হযরত আব্দুল্লাহ্ ইব্ন সালাম (রাযিঃ) এর নিকটে বসিলাম। তখন তিনি বলিলেনঃঃ তোমই তো আমার নিকট আসিয়া বসিলে অথচ আমার এখন উঠিবার সময় হইয়া গিয়াছে। তখন আমই বলিলাম, আপনার যখন মর্জি হয়, উঠিয়া যাইতে পারেন। তখন তিনি উঠিয়া পড়িলেন, আমই তাহ্যাঁর পিছনে পিছনে দরজা পর্যন্ত গেলাম।
بَابُ إِذَا جَلَسَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ يَسْتَأْذِنُهُ فِي الْقِيَامِ
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى قَالَ: جَلَسْتُ إِلَى عَبْدِ اللهِ بْنِ سَلاَّمٍ، فَقَالَ: إِنَّكَ جَلَسْتَ إِلَيْنَا، وَقَدْ حَانَ مِنَّا قِيَامٌ، فَقُلْتُ: فَإِذَا شِئْتَ، فَقَامَ، فَاتَّبَعْتُهُ حَتَّى بَلَغَ الْبَابَ.

তাহকীক:
তাহকীক চলমান