আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৩৯
৫৩. যে ব্যাক্তি পত্র শেষে সালাম এবং তারিখ লিখে
১১৩৯. ইব্ন আবুয্ যিনাদ বলেন, খরিজা ইব্ন যায়িদ, যায়িদ বংশের জনৈক প্রবীণ ব্যাক্তির নিকট হইতে এই পত্র উদ্ধার করেন, যাহাতে লিখা ছিল 'বিস্মিল্লাহির রহমানির রাহীম'। যায়িদ ইব্ন সাবিতের পক্ষ হইতে আল্লাহ্র বান্দা মু'আবিয়া-আমীরুল মু'মিনের প্রতি, হে আমীরুল মু'মিনীন! আপনার প্রতি সালাম ও আল্লাহ্র রহমত বর্ষিত হউক! অতঃপর আমি আপনার সমীপে সেই আল্লাহ্র প্রশংসা করিতেছি যিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই।
বাদ সমাচার এই যে, আপনি দাদা ও ভাইদের পরিত্যক্ত সম্পত্তির মীরাস সম্পর্কে প্রশ্ন করিয়াছেন। (তিনি এখানে পত্রের উল্লেখ করিলেন)। আমরা আল্লাহ্র দরবারে হেদায়েত, হিফাজত এবং আমাদের প্রত্যেকটি ব্যাপারে সুদৃঢ় থাকার তাওফিক প্রার্থনা করিতেছি। আর যাহা আমাদের জ্ঞানে নাই এমন ব্যাপারের দায়িত্ব হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি। আস্সালামু আলাইকা, আমীরুল মু'মিনীন ও রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
এই পত্র ওহায়ব বৃহস্পতিবার ৪২ হিজারীর রমযান মাসের বারদিন থাকিতে লিখিল।
বাদ সমাচার এই যে, আপনি দাদা ও ভাইদের পরিত্যক্ত সম্পত্তির মীরাস সম্পর্কে প্রশ্ন করিয়াছেন। (তিনি এখানে পত্রের উল্লেখ করিলেন)। আমরা আল্লাহ্র দরবারে হেদায়েত, হিফাজত এবং আমাদের প্রত্যেকটি ব্যাপারে সুদৃঢ় থাকার তাওফিক প্রার্থনা করিতেছি। আর যাহা আমাদের জ্ঞানে নাই এমন ব্যাপারের দায়িত্ব হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি। আস্সালামু আলাইকা, আমীরুল মু'মিনীন ও রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
এই পত্র ওহায়ব বৃহস্পতিবার ৪২ হিজারীর রমযান মাসের বারদিন থাকিতে লিখিল।
بَابُ مَنْ كَتَبَ آخِرَ الْكِتَابِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَكَتَبَ فُلَانُ بْنُ فُلَانٍ لِعَشْرٍ بَقِينَ مِنَ الشَّهْرِ
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي الزِّنَادِ قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّهُ أَخَذَ هَذِهِ الرِّسَالَةَ مِنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، وَمِنْ كُبَرَاءِ آلِ زَيْدٍ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ اللهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: سَلاَمٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ، أَمَّا بَعْدُ: فَإِنَّكَ تَسْأَلُنِي عَنْ مِيرَاثِ الْجَدِّ وَالإِخْوَةِ، فَذَكَرَ الرِّسَالَةَ، وَنَسْأَلُ اللَّهَ الْهُدَى وَالْحِفْظَ وَالتَّثَبُّتَ فِي أَمْرِنَا كُلِّهِ، وَنَعُوذُ بِاللَّهِ أَنْ نَضِلَّ، أَوْ نَجْهَلَ، أَوْ نُكَلَّفَ مَا لَيْسَ لَنَا بِهِ عِلْمٌ، وَالسَّلاَمُ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ وَمَغْفِرَتُهُ. وَكَتَبَ وُهَيْبٌ: يَوْمَ الْخَمِيسِ لِثِنْتَيْ عَشْرَةَ بَقِيَتْ مِنْ رَمَضَانَ سَنَةَ اثْنَيْنِ وَأَرْبَعِينَ.

তাহকীক:
তাহকীক চলমান