আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৩৩
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৩. হযরত আনাস ইব্‌ন সীরীন (রাহঃ) বলেন, একদা আমি হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-এর পক্ষ হইতে পত্র লিখিতেছিলাম। তিনি আমাকে বলিলেন, হ্যাঁ, লিখ , 'বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম' । অতঃপর অমুকের প্রতি।
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ‏:‏ كَتَبْتُ لِابْنِ عُمَرَ، فَقَالَ‏:‏ اكْتُبْ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ‏:‏ إِلَى فُلانٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৩৪
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৪ . আনাস ইব্‌ন সীরীন (রাহঃ) বলেন,এক ব্যাক্তি হযরত ইব্‌ন উমরের সম্মুখে লিখিল "বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম" , অমুকের প্রতি। তখন তিনি তাহাকে বারণ করিয়া বলিলেন,বরং বল, বিস্‌মিল্লাহ্‌ এবং উহা তাঁহারই উদ্দেশ্য। (অমুকের প্রতি বিস্‌মিল্লাহ্‌আবার কি?)
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ‏:‏ كَتَبَ رَجُلٌ بَيْنَ يَدَيِ ابْنِ عُمَرَ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِفُلاَنٍ، فَنَهَاهُ ابْنُ عُمَرَ وَقَالَ‏:‏ قُلْ‏:‏ بِسْمِ اللهِ، هُوَ لَهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৩৫
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৫। যায়েদ (রাঃ)-র পরিবারের প্রবীণদের থেকে বর্ণিত। যায়েদ ইবনে সাবিত (রাঃ) এই চিঠি লিখেনঃ যায়েদ ইবনে সাবিতের তরফ থেকে আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম ও আল্লাহর রহমত কামনা করি। আমি আপনার সমীপে আল্লাহর প্রশংসা করি, যিনি ব্যতীত কোন ইলাহ নাই, অতঃপর। (বাযযার)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ كُبَرَاءِ آلِ زَيْدٍ، أَنَّ زَيْدًا كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةِ‏:‏ لِعَبْدِ اللهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ‏:‏ سَلاَمٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ، أَمَّا بَعْدُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৩৬
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তিনি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ বনি ইসরাঈল বংশের এক ব্যাক্তিকে তাঁহার বন্ধু পত্র লিখিল- (অতঃপর পূর্ণ হাদীস বর্ণনা করেন) অমুকের তরফ হইতে অমুকের প্রতি।
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعْتُهُ يَقُولُ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، وَذَكَرَ الْحَدِيثَ، وَكَتَبَ إِلَيْهِ صَاحِبُهُ‏:‏ مِنْ فُلاَنٍ إِلَى فُلانٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান