আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১০৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫১২. অনুচ্ছেদঃ ফারসীতে অনুমতি গ্রহণ
১১০৮. হযরত উমর (রাযিঃ)-এর পৌত্রী উম্মে মিসকীনের গোলাম আবু আব্দুল মালিক বলেন, একদা আমার মনিব (উম্মে মিসকীন) আমাকে হযরত আবু হুরায়রা (রাযিঃ)-কে ডাকতে পাঠাইলেন । তিনি আমার সাথে আসিলেন । তিনি যখন দ্বারপ্রান্তে আসিয়া উপনীত হইলেন , তখন (ফারসীতে) বলিলেনঃ اندرابيم (ভিতরে আসিতে পারি কি?) জবাবে তিনি বলিলেনঃ اتدرون ভিতরে আসুন! তিনি (উম্মে মিসকিন) বলিলেনঃ হে আবু হুরায়রা! দর্শনার্থীরা ইশার পর আমার কাছে আসে, আমি কি তাহাদের সহিত কথাবার্তা বলিতে পারি? জবাবে তিনি বলিলেনঃ যতক্ষণ পর্যন্ত বেতরের নামায না পড়েন, আলাপ-আলোচনা করিতে পারেন। কিন্তু যখন বেতরের নামায পড়িয়া ফেলিবেন, তখন আর আলাপ আলোচনা করা চলে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ: كَيْفَ يَسْتَأْذِنُ عَلَى الْفُرْسِ؟
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْعَلاَءِ الْخُزَاعِيُّ، عَنْ أَبِي عَبْدِ الْمَلِكِ، مَوْلَى أُمِّ مِسْكِينٍ بِنْتِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: أَرْسَلَتْنِي مَوْلاَتِي إِلَى أَبِي هُرَيْرَةَ، فَجَاءَ مَعِي، فَلَمَّا قَامَ بِالْبَابِ فقَالَ: أَنْدَرَايِيمْ؟ قَالَتْ: أَنْدَرُونْ، فَقَالَتْ: يَا أَبَا هُرَيْرَةَ إِنَّهُ يَأْتِينِي الزَّوْرُ بَعْدَ الْعَتَمَةِ فَأَتَحَدَّثُ؟ قَالَ: تَحَدَّثِي مَا لَمْ تُوتِرِي، فَإِذَا أَوْتَرْتِ فَلاَ حَدِيثَ بَعْدَ الْوِتْرِ.
তাহকীক: