আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৯৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৭, ঘরের ভিতরে উঁকি মারা!
১০৯৮. মুসলিম ইব্‌ন নাজির বলেন, একব্যক্তি হযরত হুযায়ফা (রাযিঃ) এর কাছে তাঁহার ঘরে প্রবেশের অনুমতি চাহিল। অতঃপর ভিতরের দিকে উঁকি মারিল এবং বলিল, ভিতরে আসিতে পারি কি? জবাবে হুযায়ফা (রাযিঃ) বলিলেনঃ তোমার চক্ষু তো ঢুকিয়াই পড়িয়াছে, বাকি রহিল তোমার নিতম্ব, উহা আর ঢুকিবে না। (অর্থাৎ ইহার পর আর অনুমতি চাওয়ার কি মানে? মোটকথা, বিরক্তি সহকারে তিনি তাহাকে প্রত্যাখান করিলেন।)
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , قَالَ : أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ مُسْلِمِ بْنِ نَذِيرٍ , قَالَ : اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى حُذَيْفَةَ , فَاطَّلَعَ , وَقَالَ : أَدْخُلُ ؟ ، قَالَ حُذَيْفَةُ : " أَمَّا عَيْنُكَ فَقَدْ دَخَلَتْ ، وَأَمَّا اسْتُكَ فَلَمْ تَدْخُلْ " ، وَقَالَ رَجُلٌ : أَسْتَأْذِنُ عَلَى أُمِّي ؟ ، قَالَ : " إِنْ لَمْ تَسْتَأْذِنْ رَأَيْتَ مَا يَسُوؤُكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৯৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৭, ঘরের ভিতরে উঁকি মারা!
১০৯৯. হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেনঃ একদা জনৈক বেদুইন রাসুলুল্লাহ্‌ (ﷺ) এর দরবারে আসিল এবং দরজার ফাঁক দিয়া ভিতরে উঁকি মারিল। রাসুলুল্লাহ্‌ (ﷺ) উক্ত বেদুইনের চোখ ফুটা করিয়া দিবার উদ্দেশ্যে একটি তীর বা চোখা কাঠ তুলিয়া লইলেন, কিন্তু সে তৎক্ষণাৎ সরিয়া পড়িল। রাসুলুল্লাহ্‌ (ﷺ) তখন ফরমাইলেনঃ ওহে! তুমি যদি ওখানে থাকিতে তবে আমি অবশ্যই তোমার চোখ ফুটা করিয়া দিতাম।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ قَالَ‏:‏ حَدَّثَنِي يَحْيَى، أَنَّ إِسْحَاقَ بْنَ عَبْدِ اللهِ حَدَّثَهُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَعْرَابِيًّا أَتَى بَيْتَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَلْقَمَ عَيْنَهُ خَصَاصَةَ الْبَابِ، فَأَخَذَ سَهْمًا أَوْ عُودًا مُحَدَّدًا، فَتَوَخَّى الأعْرَابِيَّ، لِيَفْقَأَ عَيْنَ الأعْرَابِيِّ، فَذَهَبَ، فَقَالَ‏:‏ أَمَا إِنَّكَ لَوْ ثَبَتَّ لَفَقَأْتُ عَيْنَكَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১০০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৭, ঘরের ভিতরে উঁকি মারা!
১১০০. হযরত উমর (রাযিঃ) বলেন, যে ব্যক্তি অনুমতি লাভের পুর্বেই কোন ঘরের আঙিনার দিকে তাকাইয়া আপন চক্ষুদ্বয় পুর্ণ করিল (জুড়াইল) সে একটি অপকর্মই করিল।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، عَنْ عَمَّارِ بْنِ سَعْدٍ التُّجِيبِيِّ قَالَ‏:‏ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ‏:‏ مَنْ مَلَأَ عَيْنَيْهِ مِنْ قَاعَةِ بَيْتٍ، قَبْلَ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَدْ فَسَقَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১০১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৭, ঘরের ভিতরে উঁকি মারা!
১১০১. রাসুলুল্লাহ (ﷺ) এর গোলাম সাওবান (রাযিঃ) বলেন, নবী করিম (ﷺ) ফরমাইয়াছেনঃ কোন মুসলিম ব্যক্তির জন্য বিনা অনুমতিতে কাহারও অন্তঃপুরে দৃষ্টিপাত করা বৈধ নহে। যদি সে এরূপ করে তবে, যেন সে উহাতে প্রবেশই করিল। আর কোন মুসলমানের জন্য ইহাও বৈধ নহে যে, সে কোন সম্প্রদায়ের ইমামতী করিবে অথচ দুআর সময় তাহাদিগকে বাদ দিয়া কেবল নিজের জন্যই নির্দিষ্ট করিয়া দুআ করিবে। সে প্রশ্রাব পায়খানার বেগ চাপিয়াও যেন নামায না পড়ে যাবৎ না মলমূত্র ত্যাগ করিয়া হালকা হয়।
আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) বলেন, এই অধ্যায়ের হাদীসমূহের মধ্যে ইহাই বিশুদ্ধতম হাদীস।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ الْعَلاَءِ قَالَ‏:‏ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ سَالِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ شُرَيْحٍ، أَنَّ أَبَا حَيٍّ الْمُؤَذِّنَ حَدَّثَهُ، أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَدَّثَهُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَنْظُرَ إِلَى جَوْفِ بَيْتٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ‏.‏ وَلاَ يَؤُمُّ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ حَتَّى يَنْصَرِفَ‏.‏ وَلاَ يُصَلِّي وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ‏.‏
tahqiq

তাহকীক: