আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৯৪
৫০৫. অনুচ্ছেদঃ প্রশ্নকারীর ‘কে?’ বলার জবাবে আমি’ বলা সম্পর্কে
১০৯৪. হযরত জাবির (রাযিঃ) বলেনঃ আমার পিতার দেনা সংক্রান্ত এক ব্যাপারে আমি একদা নবী করীম (ﷺ)-এর দরবারে আসিলাম এবং দরজায় করাঘাত করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন ‘কে?’ আমি বলিলামঃ আমি।’ তিনি বলিয়া উঠিলেনঃ আমি, আমি !’ যেন তিনি উহা অপসন্দ করিলেন।
بَابُ مَنْ قَالَ: مَنْ ذَا؟ فَقَالَ: أَنَا
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي، فَدَقَقْتُ الْبَابَ، فَقَالَ: مَنْ ذَا؟ فَقُلْتُ: أَنَا، قَالَ: أَنَا، أَنَا؟، كَأَنَّهُ كَرِهَهُ.

তাহকীক:
তাহকীক চলমান
