আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৮৭
৫০০. অনুমতি প্রার্থনা করিলে যদি জবাব আসে যে, আমি আসিতেছি তখন কোথায় বসিবে ?
১০৮৭. আব্দুর রহমান ইব্ন মু’আবিয়া ইব্ন খাদীজ (রাযিঃ) তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ)-এর দরবারে গেলাম এবং তাঁহার অনুমতি প্রার্থনা করিলাম। তাঁহার লোকজন আমাকে বলিলঃ অপেক্ষা করুন, তিনি আসিতেছেন। আমি তখন দরজার সন্নিকটে বসিয়া পড়িলাম।
রাবী বলেন, অতঃপর তিনি বাহির হইয়া আসিলেন। পানি আনাইয়া উযূ করিলেন এবং মোজাদ্বয়ের উপর মাসেহ্ করিলেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আমীরুল মু’মিনীন! ইহা কি পেশাব হইতে পাক হওয়ার জন্য? তিনি বলিলেনঃ পেশাব হইতে হউক বা অন্য কিছু হইতে হউক। (উযূতে মোজাদ্বয় মাসেহ্ করা চলে।)
রাবী বলেন, অতঃপর তিনি বাহির হইয়া আসিলেন। পানি আনাইয়া উযূ করিলেন এবং মোজাদ্বয়ের উপর মাসেহ্ করিলেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আমীরুল মু’মিনীন! ইহা কি পেশাব হইতে পাক হওয়ার জন্য? তিনি বলিলেনঃ পেশাব হইতে হউক বা অন্য কিছু হইতে হউক। (উযূতে মোজাদ্বয় মাসেহ্ করা চলে।)
بَابُ إِذَا اسْتَأْذَنَ، فَقَالَ: حَتَّى أَخْرُجَ، أَيْنَ يَقْعُدُ؟
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي ابْنُ شُرَيْحٍ عَبْدُ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ وَاهِبَ بْنَ عَبْدِ اللهِ الْمَعَافِرِيَّ يَقُولُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَاسْتَأْذَنْتُ عَلَيْهِ، فَقَالُوا لِي: مَكَانَكَ حَتَّى يَخْرُجَ إِلَيْكَ، فَقَعَدْتُ قَرِيبًا مِنْ بَابِهِ، قَالَ: فَخَرَجَ إِلَيَّ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَمِنَ الْبَوْلِ هَذَا؟ قَالَ: مِنَ الْبَوْلِ، أَوْ مِنْ غَيْرِهِ.

তাহকীক:
তাহকীক চলমান