আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৭৮
৪৯৬. অনুচ্ছেদঃ তাকাইবার জন্যই অনুমতির প্রয়োজন
১০৭৮. হযরত সাহল ইব্‌ন সাদ (রাযিঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরজায় ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিতেছিল। তিনি তখন চিরুণী হস্তে মাথার চুল আঁচড়াইতেছিলেন। নবী করীম (ﷺ) তাহাকে দেখিতে যাইয়া বলিলেন, যদি আমি পূর্বে জানিতে পারিতাম যে, তুমি এভাবে আমার দিকে উঁকি মারিয়া তাকাইতেছ তবে ইহা দ্বারা তোমার চক্ষু ফোটা করিয়া দিতাম।
بَابُ الاسْتِئْذَانُ مِنْ أَجْلِ النَّظَرِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ أَخْبَرَهُ، أَنَّ رَجُلاً اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَلَمَّا رَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْتَظِرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৭৯
৪৯৬. অনুচ্ছেদঃ তাকাইবার জন্যই অনুমতির প্রয়োজন
১০৭৯. অন্য এক হাদীসে নবী করীম (ﷺ) বলেনঃ এই তাকানোর জন্যই তো অনুমতি লওয়ার বিধান!
وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৮০
৪৯৬. অনুচ্ছেদঃ তাকাইবার জন্যই অনুমতির প্রয়োজন
১০৮০. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা জনৈক ব্যক্তি একটি ফাঁক দিয়া নবী করীম (ﷺ)-এর হুজরার দিকে উঁকি মারিয়া তাকায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার তীরের ধারাল ফলা দ্বারা তাহা বন্ধ করিলেন। তখন ঐ ব্যক্তি তাহার মাথা বাহির করিয়া নিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ‏:‏ اطَّلَعَ رَجُلٌ مِنْ خَلَلٍ فِي حُجْرَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسَدَّدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ، فَأَخْرَجَ الرَّجُلُ رَأْسَهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান