আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৭৪
৪৯৪- সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে।
১০৭৪. আ’তা হযরত আবু হুরায়রা (রাযিঃ)-এর প্রমুখাৎ বর্ণনা করেন যে, যে ব্যক্তি সালাম না করিয়াই অনুমতি প্রার্থনা করে, তাহাকে অনুমতি দেওয়া উচিত নহে, যাবৎ না সে প্রথমে সালাম করিয়া তারপর অনুমতি প্রার্থনা করে।
بَابُ الاسْتِئْذَانُ غَيْرُ السَّلامِ
حَدَّثَنَا بَيَانُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِيمَنْ يَسْتَأْذِنُ قَبْلَ أَنْ يُسَلِّمَ قَالَ: لاَ يُؤْذَنُ لَهُ حَتَّى يَبْدَأَ بِالسَّلامِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৭৫
৪৯৪- সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে।
১০৭৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, যদি কোন ব্যক্তি আস্সালামু আলাইকুম’ না বলিয়া প্রবেশ করে তবে তাহাকে বলিয়া দিবে, না, তোমার জন্য অনুমতি নাই, যাবৎ না সে সালামরূপী চাবি লইয়া আসে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِذَا دَخَلَ وَلَمْ يَقُلِ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقُلْ: لاَ، حَتَّى يَأْتِيَ بِالْمِفْتَاحِ: السَّلامِ.

তাহকীক:
তাহকীক চলমান