আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৭১
৪৯১- নিজের বোনের নিকটও প্রবেশানুমতি চাইবে।
১০৭১. আ’তা বলেন, আমি হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করিলাম, আমার বোনের নিকট ও কি আমি অনুমতি চাহিব ! তিনি বলিলেন, হ্যাঁ। আমি ঐ প্রশ্নের পুনরাবৃত্তি করিয়া বলিলামঃ আমার দুই বোন আমার অভিভাবকত্বে আছে ; আমিই তাহাদের ব্যয়ভার বহন করিয়া থাকি। তবুও কি তাহাদের কাছে যাইতে আমাকে তাহাদের অনুমতি লইতে হইবে? বলিলেনঃ হ্যাঁ, তুমি কি তাহাদিগকে বিবস্ত্র অবস্থায় দেখিতে চাও? অতঃপর তিনি (তাঁহার বক্তব্যের সমর্থনে) তিলাওয়াত করিলেনঃ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ “হে ঈমানদারগণ! তোমাদিগের অধিকারভুক্ত দাসদাসীগণ এবং তোমাদিগের মধ্যকার যাহারা এখনও বয়ঃপ্রাপ্ত হয় নাই তাহারা যেন তোমাদিগের কক্ষে প্রবেশ করিতে তিনটি সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাযের পূর্বে, দ্বিপ্রহরে তোমরা যখন কাপড়-চোপড় খুলিয়া (হাল্কাভাবে) থাক এবং ইশার নামাযের পরে। এই তিনটি সময় তোমাদিগের গোপনীয়তা অবলম্বনের সময়। (সূরা নূর ও ৫৮)
অতঃপর তিনি বলেনঃ তাহাদিগকে এই তিনটি গোপনীয়তা অবলম্বনের সময় ছাড়া অন্য কোন সময় অনুমতি গ্রহণের আদেশ দেওয়া যাইবে না। আল্লাহ্ তাআলা আরো ফরমানঃ‏وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ “আর যখন তোমাদিগের অপ্রাপ্তবয়স্করা বয়ঃপ্রাপ্ত (সাবালক) হইবে, তখন তাহারাও যেন তাহাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি প্রার্থনা করে। (সূরা নূর ও ৫৯)
ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেনঃ সুতরাং অনুমতি গ্রহণ অপরিহার্য। ইব্‌ন জুরায়জ ইহাতে আরও বর্ধিত করেনঃ সকল লোকের কাছে গমনের ক্ষেত্রেই উহা প্রযোজ্য।
بَابُ يَسْتَأْذِنُ عَلَى أُخْتِهِ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَمْرٌو، وَابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ‏:‏ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ‏:‏ أَسْتَأْذِنُ عَلَى أُخْتِي‏؟‏ فَقَالَ‏:‏ نَعَمْ، فَأَعَدْتُ فَقُلْتُ‏:‏ أُخْتَانِ فِي حِجْرِي، وَأَنَا أُمَوِّنُهُمَا وَأُنْفِقُ عَلَيْهِمَا، أَسْتَأْذِنُ عَلَيْهِمَا‏؟‏ قَالَ‏:‏ نَعَمْ، أَتُحِبُّ أَنْ تَرَاهُمَا عُرْيَانَتَيْنِ‏؟‏ ثُمَّ قَرَأَ‏:‏ ‏(‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ‏)‏ إِلَى ‏(‏ثَلاَثُ عَوْرَاتٍ لَكُمْ‏)‏، قَالَ‏:‏ فَلَمْ يُؤْمَرْ هَؤُلاَءِ بِالإِذْنِ إِلاَّ فِي هَذِهِ الْعَوْرَاتِ الثَّلاَثِ، قَالَ‏:‏ ‏(‏وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ‏)‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান