আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৬৬
৪৮৭. অনুচ্ছেদঃ ‘শিশুরা যখন বয়ঃপ্রাপ্ত হয়’ কুরআনের এই আয়াত প্রসঙ্গে
১০৬৬. নাফি’ হযরত ইব্ন উমর (রাযিঃ) সম্পর্কে বলেন, যখন তাঁহার কোন সন্তান সাবালকত্ব-প্রাপ্ত হইত, তখন তিনি তাহাকে পৃথক করিয়া দিতেন (অর্থাৎ তাহার থাকার জন্য স্বতন্ত্র কক্ষের ব্যবস্থা করিতেন) এবং তখন আর তাঁহার অনুমতি ছাড়া এই সন্তান তাঁহার কক্ষে প্রবেশ করিতে পারিত না।
بَابُ قَوْلِ اللهِ: {وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ}
حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا بَلَغَ بَعْضُ وَلَدِهِ الْحُلُمَ عَزَلَهُ، فَلَمْ يَدْخُلْ عَلَيْهِ إِلا بِإِذْنٍ.

তাহকীক:
তাহকীক চলমান