আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৬৪
৪৮৫. অনাবাসিক গৃহে প্রবেশ
১০৬৪. ইকরামা হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ (لاَ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا)
“তোমরা নিজেদের ঘরসমূহ ছাড়া অন্য ঘরে প্রবেশ করিবে না যাবৎ না অনুমতি গ্রহণ কর এবং তাহার অধিবাসীদিগকে সালাম প্রদান কর।” (সূরা নূরঃ ২৭)
এর ব্যতিক্রম নির্দেশ করিয়া আল্লাহ্ বলেনঃ(لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ) “তোমাদের জন্য কোন বাধা নাই এমন গৃহে প্রবেশে যাহাতে কেহ বাস করে না অথচ সেখানে তোমাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রয়েছে। আল্লাহ্ অবগত আছেন যাহা তোমরা প্রকাশ কর আর যাহা তোমরা গোপন রাখ।” (সূরা নূরঃ ২৯)
“তোমরা নিজেদের ঘরসমূহ ছাড়া অন্য ঘরে প্রবেশ করিবে না যাবৎ না অনুমতি গ্রহণ কর এবং তাহার অধিবাসীদিগকে সালাম প্রদান কর।” (সূরা নূরঃ ২৭)
এর ব্যতিক্রম নির্দেশ করিয়া আল্লাহ্ বলেনঃ(لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ) “তোমাদের জন্য কোন বাধা নাই এমন গৃহে প্রবেশে যাহাতে কেহ বাস করে না অথচ সেখানে তোমাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রয়েছে। আল্লাহ্ অবগত আছেন যাহা তোমরা প্রকাশ কর আর যাহা তোমরা গোপন রাখ।” (সূরা নূরঃ ২৯)
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: (لاَ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا)، وَاسْتَثْنَى مِنْ ذَلِكَ، فَقَالَ: (لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ).

তাহকীক:
তাহকীক চলমান