আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৬০
৪৮৩. পর্দার তিনটি সময়
১০৬০. ইব্ন শিহাব (রাহঃ) সা’লাবা ইব্ন আবু মালিক কুরাজী হইতে বর্ণনা করেন যে, তিনি (সা’লাবা) সাওয়ারীতে আরোহণ করিয়া পর্দার তিনটি সময় সম্পর্কে জিজ্ঞাসা করিবার জন্য গমণ করেন। বনি হারিসা ইব্ন হারিস এর আব্দুল্লাহ্ ইব্ন সুয়াইদের নিকট। উক্ত আব্দুল্লাহ্ এই তিনটি সময় মানিয়া চলিতেন। তিনি (আব্দুল্লাহ্) তাহাকে জিজ্ঞাসা করিলেনঃ কী উদ্দেশ্যে, আগমন ? আমি বলিলাম, আমিও (পর্দার) এই সময়গুলি মানিয়া চলিতে চাই। তিনি বলিলেনঃ মধ্যাহ্নে যখন আমি গায়ের কাপড় চোপড় ছাড়ি, তখন আমার গৃহের কোন সাবালক ব্যক্তি আমার অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করিতে পারে না। হ্যা, আমি নিজে যদি তাহাকে ডাকি, তবে উহা তো তাহার জন্য অনুমতিই হইল। আর যখন উষার উদয় হয় এবং মানুষকে (উহার আলোকে) চিনা যায়, তখন হইতে ফজরের নামাযের সময় শেষ না হওয়া পর্যন্ত এবং যখন এশার নামাযান্তে আমি আমার গায়ের কাপড়-চোপড় পরিত্যাগ করিয়া শুইতে যাই (তখনও কেহ আমার কক্ষে আসিতে পারে না)।
بَابُ الْعَوْرَاتِ الثَّلاثِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ الْقُرَظِيِّ، أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللهِ بْنِ سُوَيْدٍ، أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ، يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلاَثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلاَّ بِإِذْنِي، إِلاَّ أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلاَ إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلاَةُ. وَلاَ إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ.

তাহকীক:
তাহকীক চলমান