আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৫৭
৪৮১. নির্দিষ্ট করিয়া কাহাকেও সালাম দেওয়া বাঞ্ছনীয় নহে
১০৫৭. তারিক বলেন, একদা আমরা হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদের সাথে উপবিষ্ট ছিলাম। এমন সময় ইকামতের ধ্বনি আসিলঃ ‘কাদ্-কা-মাতিস্ সালাহ্’! তখন তিনি উঠিলেন। আমরাও তাঁহার সহিত উঠিলাম এবং আমরা গিয়া মসজিদে প্রবেশ করিলাম। তিনি দেখিলেন, লোকজন মসজিদের অগ্রভাগে রুকূরত। তিনি তাকবীর বলিয়া রুকূতে চলিয়া গেলেন। আমরাও অগ্রসর হইয়া তাঁহারই অনুরূপ কাজ করিলাম। এমন সময় একজন বিশিষ্ট প্রবীণ ব্যক্তি আসিলেন। তিনি তাঁহাকে সম্বোধন করিয়া বলিলেন, আলাইকুমুস্ সালাম ইয়া আবা আব্দির রহমান ! তখন তিনি বলিলেন, আল্লাহ্ যথার্থই বলিয়াছেন এবং তাঁহার রাসূল পূর্ণভাবে পৌঁছাইয়া দিয়াছেন। আমাদের নামায শেষ হওয়ার পর তিনি প্রত্যাবর্তন করিলেন এবং তাঁহার পরিবারবর্গের কাছে অন্দর মহলে চলিয়া গেলেন। আর আমরা আমাদের জায়গায় বসিয়া তাঁহার অপেক্ষা করিতে লাগিলাম। এমন সময় তিনি বাহির হইয়া আসিলেন। তখন আমরা পরস্পরে বলাবলি করিতে লাগিলাম, কে তাঁহাকে জিজ্ঞাসা করিবে? রাবী তারিক বলিলেন, আমিই তাঁহাকে জিজ্ঞাসা করিব। অতঃপর তিনি তাঁহাকে জিজ্ঞাসা করিলে উত্তরে ইব্ন মাসউদ বলিলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের প্রাক্কালে নির্দিষ্ট করিয়া সালাম দেওয়ার রেওয়াজ হইবে, ব্যবসা-বাণিজ্যের খুব প্রসার ঘটিবে, এমন কি নারী তাহার স্বামীকে ব্যবসার ব্যাপারে সহযোগিতা করিবে, আত্মীয়তা বন্ধন ছিন্ন করার প্রবণতা দেখা দিবে, কলম-চর্চার বহুল প্রচলন ঘটিবে, মিথ্যা সাক্ষ্যদানের প্রাধান্য হইবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হইবে।
بَابُ مَنْ كَرِهَ تَسْلِيمَ الْخَاصَّةِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ بَشِيرِ بْنِ سَلْمَانَ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ، عَنْ طَارِقٍ قَالَ: كُنَّا عِنْدَ عَبْدِ اللهِ جُلُوسًا، فَجَاءَ آذِنُهُ فَقَالَ: قَدْ قَامَتِ الصَّلاَةُ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَدَخَلْنَا الْمَسْجِدَ، فَرَأَى النَّاسَ رُكُوعًا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، فَكَبَّرَ وَرَكَعَ، وَمَشَيْنَا وَفَعَلْنَا مِثْلَ مَا فَعَلَ، فَمَرَّ رَجُلٌ مُسْرِعٌ فَقَالَ: عَلَيْكُمُ السَّلاَمُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ: صَدَقَ اللَّهُ، وَبَلَّغَ رَسُولُهُ، فَلَمَّا صَلَّيْنَا رَجَعَ، فَوَلَجَ عَلَى أَهْلِهِ، وَجَلَسْنَا فِي مَكَانِنَا نَنْتَظِرُهُ حَتَّى يَخْرُجَ، فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ: أَيُّكُمْ يَسْأَلُهُ؟ قَالَ طَارِقٌ: أَنَا أَسْأَلُهُ، فَسَأَلَهُ، فَقَالَ: عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: بَيْنَ يَدَيِ السَّاعَةِ: تَسْلِيمُ الْخَاصَّةِ، وَفُشُوُّ التِّجَارَةِ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ، وَقَطْعُ الأَرْحَامِ، وَفُشُوُّ الْقَلَمِ، وَظُهُورُ الشَّهَادَةِ بِالزُّورِ، وَكِتْمَانُ شَهَادَةِ الْحَقِّ.

তাহকীক:
তাহকীক চলমান