আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০২৫
৪৬৯. ফাসিক ব্যক্তিকে সালাম দিবে না
১০২৫. হযরত আব্দুল্লাহ ইব্‌ন আম্‌র ইব্‌ন আ’স (রাযিঃ) বলেনঃ তোমরা মদ্যপায়ী ব্যক্তিকে সালাম দিবে না।
بَابُ لا يُسَلَّمُ عَلَى فَاسِقٍ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ زَحْرٍ، عَنْ حِبَّانَ بْنِ أَبِي جَبَلَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ لاَ تُسَلِّمُوا عَلَى شُرَّابِ الْخَمْرِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০২৬
৪৬৯. ফাসিক ব্যক্তিকে সালাম দিবে না
১০২৬. হযরত কাতাদা (রাযিঃ) বলেন, হযরত হাসান (রাযিঃ) হইতে রিওয়ায়েত করেন যে, তিনি বলিয়াছেনঃ তোমার এবং ফাসিক (অনাচারী পাপাসক্ত) ব্যক্তির মধ্যে সম্মানের কোন সম্পর্ক থাকিবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، وَمُعَلَّى، وَعَارِمٌ، قَالُوا‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ قَالَ‏:‏ لَيْسَ بَيْنَكَ وَبَيْنَ الْفَاسِقِ حُرْمَةٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০২৭
৪৬৯. ফাসিক ব্যক্তিকে সালাম দিবে না
১০২৭. আবু যুরায়ক বলেন, তিনি শুনিতে পাইয়াছেন যে, হযরত আলী ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) দাবা খেলা অপসন্দ করিতেন এবং প্রায়ই বলিতেন যাহারা এই খেলায় অভ্যন্ত তাহাদিগকে সালাম দিবে না। (কেননা) ইহা জুয়া বিশেষ।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ‏:‏ حَدَّثَنِي مَعْنُ بْنُ عِيسَى قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو رُزَيْقٍ، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ يَكْرَهُ الأَسْبِرَنْجَ وَيَقُولُ‏:‏ لاَ تُسَلِّمُوا عَلَى مَنْ لَعِبَ بِهَا، وَهِيَ مِنَ الْمَيْسِرِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান