আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০২২
৪৬৮. রাস্তার হক
১০২২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘরের দাওয়ায় এবং উঁচু স্থানসমূহে বসিতে বারণ করিয়াছেন। মুসলমানগণ বলিলেন, ইহা তো আমাদের সাধ্যাতীত ব্যাপার (ইয়া রাসূলাল্লাহ্)। তিনি বলিলেন, কেন? তবে তোমরা উহার হক আদায় করিবে। সাহাবীগণ বলিলেনঃ উহার হক কি কি? তিনি বলিলেনঃ চক্ষু সংযত রাখা, পথিককে পথ চিনাইয়া দেওয়া, হাঁচিদাতার হাঁচির জবাব দেওয়া যদি সে আল-হামদুলিল্লাহ’ বলিয়া থাকে এবং সালামের জবাব দেওয়া।
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الأَفْنِيَةِ وَالصُّعُدَاتِ أَنْ يُجْلَسَ فِيهَا، فَقَالَ الْمُسْلِمُونَ: لاَ نَسْتَطِيعُهُ، لاَ نُطِيقُهُ، قَالَ: أَمَّا لاَ، فَأَعْطُوا حَقَّهَا، قَالُوا: وَمَا حَقُّهَا؟ قَالَ: غَضُّ الْبَصَرِ، وَإِرْشَادُ ابْنِ السَّبِيلِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ، وَرَدُّ التَّحِيَّةِ.

তাহকীক:
তাহকীক চলমান
