আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯৭
৪৫২. সালাম আল্লাহ্‌র নামসমূহের মধ্যকার একটি নাম
৯৯৭. হযরত ইব্‌ন মাসউদ (রাযিঃ) বলেন, লোকজন নবী করীম (ﷺ)-এর পশ্চাতে নামায আদায় করিত। এক ব্যক্তি একদা (আত্তাহিয়্যাতু-এর স্থলে) বলিয়া উঠিল আস্‌সালামু আলাল্লাহ্‌’, আল্লাহ্‌র প্রতি সালাম। নবী করীম (ﷺ) যখন নামায সম্পন্ন করিলেন, তখন জিজ্ঞাসা করিলেন, আস্‌সালামু আলাল্লাহ্‌ কে বলিল ? নিঃসন্দেহে আল্লাহ্ স্বয়ং হইতেছেন সালাম বরং তোমরা বল “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু ওয়াত তায়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্‌সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন, আশ্‌হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহূ”। “সর্বপ্রকার সম্মান, মৌখিক ও আর্থিক ইবাদত ও পবিত্রতা আল্লাহ্‌রই জন্য। হে নবী! আপনার প্রতি সালাম, আল্লাহ্‌র করুণা এবং বরকতসমূহ অবতীর্ণ হউক। শান্তি আমাদের উপর এবং সমুদয় নেক বান্দাগণের উপর অবতীর্ণ হউক। আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ব্যতীত আর কোন মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ (ﷺ) তাঁহার বান্দা এবং রাসূল।] সাহাবীগণ উহা এমনভাবে গুরুত্ব ও যত্নসহকারে শিক্ষা করিতেন যেমনভাবে তোমাদের মধ্যকার কেহ কুরআন শরীফের সূরা শিক্ষা করিয়া থাকে।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحِلٌّ قَالَ‏:‏ سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ أَبَا وَائِلٍ يَذْكُرُ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ كَانُوا يُصَلُّونَ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْقَائِلُ‏:‏ السَّلاَمُ عَلَى اللهِ، فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ قَالَ‏:‏ مَنِ الْقَائِلُ‏:‏ السَّلاَمُ عَلَى اللهِ‏؟‏ إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا‏:‏ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ قَالَ‏:‏ وَقَدْ كَانُوا يَتَعَلَّمُونَهَا كَمَا يَتَعَلَّمُ أَحَدُكُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান