আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৮৯
৪৫০- যে ব্যক্তি আগে সালাম দেয়।
৯৮৯. বাশীর ইব্‌ন ইয়াসার বলেন, হযরত ইব্‌ন উমরের পূর্বে কেহ সালাম দিতে পারিত না।
بَابُ مَنْ بَدَأَ بِالسَّلامِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ قَالَ‏:‏ مَا كَانَ أَحَدٌ يَبْدَأُ، أَوْ يَبْدُرُ، ابْنَ عُمَرَ بِالسَّلامِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯০
৪৫০- যে ব্যক্তি আগে সালাম দেয়।
৯৯০. আবু যুবায়র বলেন, তিনি হযরত জাবির (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছেনঃ আরোহী ব্যক্তি পদব্রজে পথচারীকে সালাম দিবে। পদব্রজে পথচারী উপবিষ্টকে সালাম দিবে আর দুই পদচারীর মধ্যে যেই প্রথম সালাম দিবে সেই উত্তম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ‏:‏ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْمَاشِيَانِ أَيُّهُمَا يَبْدَأُ بِالسَّلامِ فَهُوَ أَفْضَلُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৯৯১
৪৫০- যে ব্যক্তি আগে সালাম দেয়।
৯৯১. হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, হযরত আগর (সুযায় নামক গোত্রের সদস্য ছিলেন এবং রাসূলে করীম (ﷺ)-এর সাহচর্যে ধন্য হইয়াছিলেন) আম্র ইব্‌ন আউফ গোত্রের কোন এক ব্যক্তির নিকট তিনি কয়েক সের খেজুর পাওনা ছিলেন। তিনি বেশ কয়েকবারই এজন্য তাঁহাকে তাগাদা দেন। তিনি বলেনঃ শেষ পর্যন্ত আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলাম এবং এই ব্যাপারে নালিশ করিলাম। তিনি আমার সাথে হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ)-কে পাঠাইলেন। তিনি বলেনঃ আমরা তথায় গেলে যাহারাই আমাদের সাক্ষাতে আসিল তাহারাই আমাদিগকে সালাম প্রদান করিল। তখন হযরত আবু বকর (রাযিঃ) বলিলেন, তুমি কি লক্ষ্য করিতেছ না যে লোকজন তোমাকে আগে সালাম দিতেছে, সুতরাং তাহাদের সাওয়াব হইতেছে? তুমিই তাহাদিগকে আগে সালাম দাও তাহা হইলে তোমারই সে সাওয়াব হইবে। ইব্‌ন উমর (রাযিঃ) তাঁহার নিজের ব্যাপারেও এইরূপ বর্ণনা করিয়াছেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ أَخْبَرَهُ، أَنَّ الأَغَرَّ، وَهُوَ رَجُلٌ مِنْ مُزَيْنَةَ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، كَانَتْ لَهُ أَوْسُقٌ مِنْ تَمْرٍ عَلَى رَجُلٍ مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، اخْتَلَفَ إِلَيْهِ مِرَارًا، قَالَ‏:‏ فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَأَرْسَلَ مَعِي أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، قَالَ‏:‏ فَكُلُّ مَنْ لَقِينَا سَلَّمُوا عَلَيْنَا، فَقَالَ أَبُو بَكْرٍ‏:‏ أَلاَ تَرَى النَّاسَ يَبْدَأُونَكَ بِالسَّلاَمِ فَيَكُونُ لَهُمُ الأَجْرُ‏؟‏ ابْدَأْهُمْ بِالسَّلاَمِ يَكُنْ لَكَ الأَجْرُ يُحَدِّثُ هَذَا ابْنُ عُمَرَ عَنْ نَفْسِهِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯২
৪৫০- যে ব্যক্তি আগে সালাম দেয়।
৯৯২. হযরত আবু আইউব (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানের জন্য ইহা বৈধ নহে যে, তাহার অপর মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশী কাল সম্পর্ক ছিন্ন অবস্থায় থাকিবে। তারপর তাহাদের দুইজনের সাক্ষাৎ হইবে। আর একজন একদিকে মুখ ফিরাইয়া নিবে অপরজন অপর দিকে মুখ ফিরাইয়া লইবে। তাহাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، وَالْقَعْنَبِيُّ، قَالاَ‏:‏ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، فَيَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلامِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান