আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৮৪
৪৪৭- একজনের সম্মানার্থে অপরজনের দাঁড়ানো।
৯৮৪. আবু মিজলায বলেনঃ একদা হযরত মু’আবিয়া (রাযিঃ) আসিলেন তখন আব্দুল্লাহ্ ইব্‌ন আমির ও আব্দুল্লাহ্ ইব্‌ন যুবাইর (রাযিঃ) বসা অবস্থায় ছিলেন। ইব্‌ন আমির উঠিয়া দাঁড়াইলেন এবং ইব্‌ন যুবাইর (রাযিঃ) বসা অবস্থায়ই রহিলেন আর তিনি ছিলেন অধিকতর মর্যাদাসম্পন্ন। হযরত মু’আবিয়া (রাযিঃ) বলিলেনঃ নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র বান্দারা তাহার জন্য দণ্ডায়মান হইলে খুশি অনুভব করে, সে যেন জাহান্নামে তাহার বাসস্থান নির্দিষ্ট করিয়া লয়।
بَابُ قِيَامِ الرَّجُلِ لِلرَّجُلِ تَعْظِيمًا
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، وَحَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَبِيبُ بْنُ الشَّهِيدِ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا مِجْلَزٍ يَقُولُ‏:‏ إِنَّ مُعَاوِيَةَ خَرَجَ، وَعَبْدُ اللهِ بْنُ عَامِرٍ وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ قُعُودٌ، فَقَامَ ابْنُ عَامِرٍ، وَقَعَدَ ابْنُ الزُّبَيْرِ، وَكَانَ أَرْزَنَهُمَا، قَالَ مُعَاوِيَةُ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ مَنْ سَرَّهُ أَنْ يَمْثُلَ لَهُ عِبَادُ اللهِ قِيَامًا، فَلْيَتَبَوَّأْ بَيْتًا مِنَ النَّارِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান