আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৬৭
৪৩৬. উপবিষ্ট ব্যক্তির সম্মুখে দণ্ডায়মান হওয়া অপছন্দনীয়
৯৬৭. একদা মদীনায় নবী করীম (ﷺ) ঘোড়ার পিঠ হইতে একটি খেজুর গাছের গোড়ার উপর পতিত হন এবং তাঁহার পায়ে ব্যথা প্রাপ্ত হন। আমরা হযরত আয়েশা (রাযিঃ)-এর গৃহে তাঁহাকে দেখিতে যাইতাম। একবার আমরা তাঁহার নিকট গেলাম, তখন তিনি উপবিষ্ট অবস্থায় নামায পড়িতে ছিলেন, আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামায পড়িলাম। অন্য একবার আমরা তাঁহার নিকট আসিলাম। তখন তিনি ফরয নামায উপবিষ্ট অবস্থায় পড়িতে ছিলেন। আমরা কিন্তু তাঁহার পশ্চাতে দণ্ডায়মান অবস্থায় নামায পড়িলাম। তিনি আমাদিগকে বসিতে ইঙ্গিত করিলেন। অতঃপর যখন নামায সমাপ্ত হইল, তখন তিনি বলিলেনঃ যখন ইমাম উপবিষ্ট অবস্থায় নামায পড়েন তখন তোমরাও উপবিষ্ট অবস্থায়ই নামায পড়িবে, আর যখন ইমাম দণ্ডায়মান অবস্থায় নামায পড়িবেন তখন তোমরাও দণ্ডায়মান অবস্থায় নামায পড়িবে। ইমাম যখন উপবিষ্ট থাকেন তখন তোমরা দণ্ডায়মান হইও না, যেমনটা করে পারস্যবাসীরা তাহাদের নেতাদের সাথে।
بَابُ مَنْ كَرِهَ أَنْ يَقْعُدَ وَيَقُومَ لَهُ النَّاسُ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: صُرِعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ فَرَسٍ بِالْمَدِينَةِ عَلَى جِذْعِ نَخْلَةٍ، فَانْفَكَّتْ قَدَمُهُ، فَكُنَّا نَعُودُهُ فِي مَشْرُبَةٍ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَأَتَيْنَاهُ وَهُوَ يُصَلِّي قَاعِدًا، فَصَلَّيْنَا قِيَامًا، ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى وَهُوَ يُصَلِّي الْمَكْتُوبَةَ قَاعِدًا، فَصَلَّيْنَا خَلْفَهُ قِيَامًا، فَأَوْمَأَ إِلَيْنَا أَنِ اقْعُدُوا، فَلَمَّا قَضَى الصَّلاَةَ قَالَ: إِذَا صَلَّى الإِمَامُ قَاعِدًا فَصَلُّوا قُعُودًا، وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَلاَ تَقُومُوا وَالإِمَامُ قَاعِدٌ كَمَا تَفْعَلُ فَارِسُ بِعُظَمَائِهِمْ.

তাহকীক:
তাহকীক চলমান