আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৫০
৪২৮- কাউকে ডাকলে জবাবে লাব্বায়েক বলা।
৯৫০. হযরত মু’আয (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর পিছনে একই বাহনের আরোহী ছিলাম। তখন তিনি বলিলেনঃ হে মু’আয, জবাবে আমি বলিলামঃ লাব্বায়েক ও সাদায়েক হাযির আছি, খাদেম হাযির। অতঃপর তিনি পুনঃ পুনঃ তিনবার এইরূপ বলিলেন। তুমি কি জান, বান্দার উপর আল্লাহ্‌র হক কী ? (হক হলো) তাহারা তাঁহার ইবাদত করিবে এবং তাঁহার সহিত অপর কাহাকেও শরীক করিবে না। অতঃপর কিছুক্ষণ অতিক্রান্ত হইতেই আবার ডাকিলেন ও মু’আয! আমি পুনঃ জবাব দিলামঃ লাব্বায়েক ও সাদায়েক! বলিলেনঃ জান কি মহামহিম আল্লাহ্‌র উপর বান্দার কী হক, যখন বান্দা তাঁহার সে হক আদায় করিয়া চলে ? (তা হলো) তিনি তাহাদিগকে শাস্তি দিবেন না।
بَابُ مَنْ يَقُولُ: لَبَّيْكَ، عِنْدَ الْجَوَابِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ مُعَاذٍ قَالَ‏:‏ أَنَا رَدِيفُ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ يَا مُعَاذُ، قُلْتُ‏:‏ لَبَّيْكَ وَسَعْدَيْكَ، ثُمَّ قَالَ مِثْلَهُ ثَلاَثًا‏:‏ هَلْ تَدْرِي مَا حَقُّ اللهِ عَلَى الْعِبَادِ‏؟‏ قُلْتُ‏:‏ لاَ، قَالَ‏:‏ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، ثُمَّ سَارَ سَاعَةً فَقَالَ‏:‏ يَا مُعَاذُ، قُلْتُ‏:‏ لَبَّيْكَ وَسَعْدَيْكَ، قَالَ‏:‏ هَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ إِذَا فَعَلُوا ذَلِكَ‏؟‏ أَنْ لا يُعَذِّبَهُمْ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা