আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪৮
৪২৬. নারীর হাঁচির জবাব পুরুষের দেওয়া
৯৪৮. হযরত আবু বুরদা (রাযিঃ) বলেন, একদা আমি হযরত আবু মুসা (রাযিঃ) সমীপে উপস্থিত হইলাম, আর তিনি তখন ইব্‌ন আব্বাসের মাতা উম্মুল ফযলের ঘরে অবস্থান করিতেছিলেন। তখন আমি হাঁচি দিলাম কিন্তু তিনি উহার জবাব দিলেন না। অথচ যখন উম্মুল ফযল হাঁচি দিলেন, তখন তিনি উহার জবাব দিলেন। আমি আমার মাতাকে এই কথা জ্ঞাত করিলাম। অতঃপর যখন তাহার (আমার মাতার) কাছে আবু মুসার আগমন ঘটিল, তখন তিনি এই ব্যাপারে অনুযোগ করিয়া বলিলেনঃ আমার ছেলে হাঁচি দিল কিন্তু আপনি তাহার জবাব দিলেন না, অথচ সে (উম্মুল ফযল) যখন হাঁচি দিল, তখন আপনি তাহার জবাব দিলেন! তখন উত্তরে আবু মুসা বলিলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি হাঁচি দেয় এবং (আল-হামদুলিল্লাহ্ বলিয়া) আল্লাহ্‌র প্রশংসা করে, তখন তোমরা তাহার জবাব দিবে, আর যদি সে আল্লাহ্‌র প্রশংসা না করে তবে তোমরা তাহার জবাব দিতে যাইবে না। আমার বৎসটি (অর্থাৎ আপনার ছেলেটি) হাঁচি দিয়াছে সত্য কিন্তু আল-হামদুলিল্লাহ্’ বলে নাই, তাই আমিও তাহার জবাব দেই নাই। উম্মুল ফযল হাঁচি দিয়াছে এবং আল-হামদুলিল্লাহ বলিয়াছে, সুতরাং আমিও তাহার জবাব দিয়াছি। আমার মাতা (ইহা শুনিয়া) বলিলেনঃ আপনি বেশ করিয়াছেন।
بَابُ تَشْمِيتِ الرَّجُلِ الْمَرْأَةَ
حَدَّثَنَا فَرْوَةُ، وَأَحْمَدُ بْنُ إِشْكَابَ، قَالاَ‏:‏ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ‏:‏ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى، وَهُوَ فِي بَيْتِ ابْنَتِهِ أُمِّ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ، فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي، وَعَطَسَتْ فَشَمَّتَهَا، فَأَخْبَرْتُ أُمِّي، فَلَمَّا أَتَاهَا وَقَعَتْ بِهِ وَقَالَتْ‏:‏ عَطَسَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ، وَعَطَسَتْ فَشَمَّتَّهَا، فَقَالَ لَهَا‏:‏ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتُوهُ، وَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلاَ تُشَمِّتُوهُ، وَإِنَّ ابْنَكِ عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللَّهَ، فَلَمْ أُشَمِّتْهُ، وَعَطَسَتْ فَحَمِدَتِ اللَّهَ فَشَمَّتُّهَا، فَقَالَتْ‏:‏ أَحْسَنْتَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা