আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৪০
৪২১- হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪০. হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) যখন হাঁচি দিতেন এবং তাহার জবাবে বলা হইত “ইয়ারহামুকাল্লাহ্” তখন তিনি প্রত্যুত্তরে বলিতেনঃ يَرْحَمُنَا اللَّهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ “আল্লাহ্ আমাকে ও তোমাকে দয়া করুন ও আমাকে এবং তোমাকে ক্ষমা করুন।”
بَابُ كَيْفَ يَبْدَأُ الْعَاطِسُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا عَطَسَ فَقِيلَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَقَالَ: يَرْحَمُنَا اللَّهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৪১
৪২১- হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪১. আব্দুর রহমান হযরত আব্দুল্লাহ্ প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি হাঁচি দেয়, তখন তাহার বলা উচিত الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল- হামদুলিল্লাহি’ রাব্বিল আলামীন। (অর্থ সমস্ত প্রশংসা সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ্র ) আর যে জবাব দিবে তাহার বলা উচিতঃ يَرْحَمُكَ اللَّهُ (ইয়ারহামুকাল্লাহ্) এবং প্রত্যুত্তরে প্রথম ব্যক্তির বলা উচিতঃ يَغْفِرُ اللَّهُ لِي وَلَكُمْ অর্থাৎ আল্লাহ্ তোমাকে এবং আমাকে ক্ষমা করুন।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَلْيَقُلْ مَنْ يَرُدُّ: يَرْحَمُكَ اللَّهُ، وَلْيَقُلْ هُوَ: يَغْفِرُ اللَّهُ لِي وَلَكُمْ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৪২
৪২১- হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪২. ইয়াস ইব্ন সালমা তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন। এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর দরবারে হাঁচি দিল। তখন নবী করীম (ﷺ) ‘ইয়ার হামুকাল্লাহ্’ বলিলেন সে পুনরায় হাঁচি দিলে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এই ব্যক্তি তো সর্দিগ্রস্ত।
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ: حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِيهِ قَالَ: عَطَسَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَرْحَمُكَ اللَّهُ، ثُمَّ عَطَسَ أُخْرَى، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: هَذَا مَزْكُومٌ.

তাহকীক:
তাহকীক চলমান