আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯২৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৪- ঘোড়ায় কুলক্ষণ।
৯২৩. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কুলক্ষণ বলিয়া যাহা আছে বাড়িতে, নারীতে এবং ঘোড়ায়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الشُّؤْمِ فِي الْفَرَسِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ ابْنَيْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الشُّؤْمُ فِي الدَّارِ، وَالْمَرْأَةِ، وَالْفَرَسِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯২৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৪- ঘোড়ায় কুলক্ষণ।
৯২৪. হযরত সাহ্‌ল ইব্‌ন সা’দ (রাযিঃ) বলেন, কুলক্ষণ যদি কিছুতে থাকিয়া থাকে তবে তাহা হইল নারীতে, ঘোড়াতে এবং বাসস্থানে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِنْ كَانَ الشُّؤْمُ فِي شَيْءٍ، فَفِي الْمَرْأَةِ، وَالْفَرَسِ، وَالْمَسْكَنِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯২৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৪- ঘোড়ায় কুলক্ষণ।
৯২৫. হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেন, এক ব্যক্তি আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা একটি বাড়িতে অবস্থান করিতাম যেখানে আমাদের সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। ধন সম্পদ বর্ধিত হইয়াছে অতঃপর আমরা অপর একটি বাড়িতে স্থানান্তরিত হই, যেখানে আমাদের সংখ্যা হ্রাস পাইল এবং আমাদের ধন-সম্পদেও ভাটা পড়িল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা সেই বাড়িতে ফিরিয়া যাও অথবা বলিলেনঃ তোমরা এই বাড়ি ছাড়িয়া দাও, কেননা ইহা নিন্দনীয়। রাবী আবু আব্দুল্লাহ্ বলেন, এই রিওয়ায়েতের সনদে এটি আছে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ يَعْنِي أَبَا قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي دَارٍ كَثُرَ فِيهَا عَدَدُنَا، وَكَثُرَ فِيهَا أَمْوَالُنَا، فَتَحَوَّلْنَا إِلَى دَارٍ أُخْرَى، فَقَلَّ فِيهَا عَدَدُنَا، وَقَلَّتْ فِيهَا أَمْوَالُنَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُدَّهَا، أَوْ دَعُوهَا، وَهِيَ ذَمِيمَةٌ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: فِي إِسْنَادِهِ نَظَرٌ
tahqiq

তাহকীক: