আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯০৯
৪০৩. অনুচ্ছেদঃ আশ্চর্যান্বিত হইলে ‘সুবহানাল্লাহ্ বলা’
৯০৯. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ একদা এক রাখাল ছাগল চরাইতেছিল। এমন সময় একটি নেকড়ে ছাগপালের উপর চড়াও করিল এবং একটি ছাগল ধরিয়া লইয়া গেল। তখন রাখাল তাহার ছাগলটি ছাড়াইবার জন্য নেকড়ের পিছু পিছু ধাওয়া করিল। তখন নেকড়েটি তাহাকে লক্ষ্য করিয়া বলিয়া উঠিলঃ যে দিন হিংস্র শ্বাপদের রাজত্ব হইবে সেদিন কে উহার রক্ষক হইবে? সেদিন আমি ছাড়া আর কেহই তাহার রক্ষক থাকিবে না। তখন উপস্থিত লোকজন বলিয়া উঠিলঃ সুবহানাল্লাহ্! তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি, আবু বকর এবং উমর আমরা তিনজনে উহা বিশ্বাস করি।১
بَابُ قَوْلِ الرَّجُلِ عِنْدَ التَّعَجُّبِ: سُبْحَانَ اللهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ الْمِصْرِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ يَحْيَى الْكَلْبِيِّ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: بَيْنَمَا رَاعٍ فِي غَنَمِهِ، عَدَا عَلَيْهِ الذِّئْبُ فَأَخَذَ مِنْهُ شَاةً، فَطَلَبَهُ الرَّاعِي، فَالْتَفَتَ إِلَيْهِ الذِّئْبُ فَقَالَ: مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ؟ لَيْسَ لَهَا رَاعٍ غَيْرِي، فَقَالَ النَّاسُ: سُبْحَانَ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: فَإِنِّي أُؤْمِنُ بِذَلِكَ، أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ.

তাহকীক:
তাহকীক চলমান
