আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০০
৩৯৯- বিদ্রোহ।
৯০০. হযরত ইন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) তাহার মক্কার বাসভবনের সম্মুখে একদা উপবিষ্ট ছিলেন। এমন সময় হযরত উসমান ইব্‌ন মাযউন (রাযিঃ) সেখান দিয়া অতিক্রম করিতে ছিলেন। তিনি নবী করীম (ﷺ) এর দিকে তাকাইয়া মুচকি হাসিলেন। নবী করীম (ﷺ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, কী হে, একটু বসিয়া যাইবে না? তিনি বলিলেন, জ্বী হ্যাঁ, নবী করীম (ﷺ) তাহার দিকে মুখ করিয়া বসিলেন। তাঁহারা উভয়ে বাক্যালাপ করিতেছিলেন এমন সময় নবী করীম (ﷺ) আসমানের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেনঃ তোমার এই উপবিষ্ট থাকা অবস্থায় আল্লাহ্‌র দূত (তাঁর উপর রহমত ও শান্তি বর্ষিত হউক) আমার নিকট আসিয়া গেলেন। তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তিনি আপনাকে কি বলিয়া গেলেন? বলিলেনঃ (‏إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ‏) “নিঃসন্দেহে আল্লাহ্ তোমাদিগকে আদেশ করেন ন্যায়পরায়ণতা, সদাচার ও আত্মীয়-স্বজনকে দান-খয়রাত করার এবং বারণ করেন অশ্লীলতা, গর্হিত কর্ম এবং বিদ্রোহ হইতে। তিনি তোমাদিগকে উপদেশ দান করেন যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।” (সূরা নাহ্‌লঃ ৯০)
রাবী হযরত উসমান (ইব্‌ন মাযউন) বলেন, ইহা হইতেছে তখনকার কথা যখন ঈমান আমার অন্তরে ঠাঁই করিয়া নিয়াছে আর মুহাম্মাদ (ﷺ)-কে যখন আমি রীতিমত ভালবাসিতে শুরু করিয়াছি।
بَابُ الْبَغْيِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَهْرٌ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ‏:‏ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِفِنَاءِ بَيْتِهِ بِمَكَّةَ جَالِسٌ، إِذْ مَرَّ بِهِ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَكَشَرَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَلاَ تَجْلِسُ‏؟‏ قَالَ‏:‏ بَلَى، فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُسْتَقْبِلَهُ، فَبَيْنَمَا هُوَ يُحَدِّثُهُ إِذْ شَخَصَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ‏:‏ أَتَانِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم آنِفًا، وَأَنْتَ جَالِسٌ، قَالَ‏:‏ فَمَا قَالَ لَكَ‏؟‏ قَالَ‏:‏ ‏(‏إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ‏)‏ قَالَ عُثْمَانُ‏:‏ وَذَلِكَ حِينَ اسْتَقَرَّ الإِيمَانُ فِي قَلْبِي وَأَحْبَبْتُ مُحَمَّدًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান