আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৯০
৩৯৩- কাব্যিক উপমা প্রয়োগ
৮৯০. হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা কোন এক সফরে ছিলেন, উষ্ট্র চালক তখন উট হাঁকানোর গান ধরিল। তখন নবী করীম (ﷺ) উষ্ট্র চালককে লক্ষ্য করিয়া বলিলেনঃ ওহে আন্‌জাশা, ধীরে চল। কাঁচ নিয়া কারবার যে! [অর্থাৎ মহিলা যাত্রীও যে উটের পিঠে রহিয়াছে এখানে মহিলাগণকে ক্ষণভঙ্গুর কাঁচের সহিত তুলনা করা হইয়াছে।]
بَابُ الْمَعَارِيضِ
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي مَسِيرٍ لَهُ، فَحَدَا الْحَادِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ ارْفُقْ يَا أَنْجَشَةُ وَيْحَكَ بِالْقَوَارِيرِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৯১
৩৯৩- কাব্যিক উপমা প্রয়োগ
৮৯১. হযরত উমর (রাযিঃ) বলেন, লোকের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে, সে যাহা শুনে তাহাই নির্বিচারে বর্ণনা করিয়া বেড়ায় (উহার সত্যাসত্য যাচাই করার প্রয়োজন বোধ করে না)। উমর (রাযিঃ) আরও বলেন আর মুসলমানের জন্য কাব্যিক ভাষা মিথ্যার শামিল। [অর্থাৎ তিলকে তাল বানাইয়া অতিরঞ্জিত কথাবার্তা বলাও সত্যাশ্রয়ী মুসলমানের জন্য মোটেই শোভনীয় নহে।]
حَدَّثَنَا حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ , قَالَ : حَدَّثَنَا مُعْتَمِرٌ ، قَالَ أَبِي : حَدَّثَنَا ابْنُ عُمَرَ ، عَنْ عُمَرَ فِيمَا أَرَى شَكَّ أَبِي ، أَنَّهُ قَالَ : " حَسْبُ امْرِئٍ مِنَ الْكَذِبِ أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ " ، قَالَ : وَفِيمَا أَرَى ، قَالَ : قَالَ عُمَرُ : " أَمَا فِي الْمَعَارِيضِ مَا يَكْفِي الْمُسْلِمَ مِنَ الْكَذِبِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৯২
৩৯৩- কাব্যিক উপমা প্রয়োগ
৮৯২. মুতরাফ ইব্‌ন আব্দুল্লাহ্‌ বলেন, আমি একদা (কূফা হইতে) বাসরা পর্যন্ত হযরত ইমরান ইব্‌ন হুসায়নের সাহচর্যে সফর করি। ঐ দীর্ঘ পথে এমন কোন দিন আসে নাই, যে দিন তিনি আমাকে কবিতা গানের মত গাহিয়া শুনান নাই। এই সময় তিনি বলেন, কাব্যিক ভাষায় এক-আধটু মিথ্যা হইলেও উহা তেমন দোষাবহ নহে।
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ قَالَ‏:‏ صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ إِلَى الْبَصْرَةِ، فَمَا أَتَى عَلَيْنَا يَوْمٌ إِلاَّ أَنْشَدْنَا فِيهِ الشِّعْرَ، وَقَالَ‏:‏ إِنَّ فِي مَعَارِيضِ الْكَلاَمِ لَمَنْدُوحَةٌ عَنِ الْكَذِبِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান