আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৭৮
৩৮৫. আল্লাহ্ তাআলা বলেনঃ “কবিরা হইতেছে এ রূপ যে, কেবল পথভ্রষ্ট লোকেরাই তাহাদের অনুগামী হয়।” (সূরা আশ-শুআরাঃ ২২৪)
৮৭৮. কুরআন শরীফের আয়াতঃ (وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ ...... ‏وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ‏ ) “আর কবিরা হইতেছে এইরূপ যে, কেবল পথভ্রষ্টরাই তাহাদের অনুগামী হয়। আর তাহারা যাহা বলে তাহারা তাহা করে না।” ইহার তাফসীর প্রসঙ্গে হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন যে, ইহার এক অংশ একটি ব্যতিক্রমের মাধ্যমে রহিত হইয়া যায়। সেই ব্যতিক্রম উক্ত আয়াতের শেষে উক্ত এই অংশের জন্য যাহাতে বলা হইয়াছেঃ
(‏إِلاَّ الَّذِينَ آمَنُوا‏‏ ..... ‏يَنْقَلِبُونَ‏) পূর্ণ আয়াতের “অবশ্য তাহারা নহে, যাহারা ঈমান আনিয়াছে, সৎকাজ করে, বহুল পরিমাণে আল্লাহ্‌র যিকির করে এবং অত্যাচারিত হইবার পর (কাফিরদের নিন্দাসূচক কবিতার মাধ্যমে) (নিজেদের কবিতার মাধ্যমে) উহার প্রতিশোধ গ্রহণ করে (অর্থাৎ তাহাদের নিন্দা আক্রমণাত্মক নহে, বরং আত্মরক্ষামূলক) আর অত্যাচার যাহারা করিয়াছে তাহারা অচিরেই জানিতে পারিবে যে, কেমন স্থানে তাহাদিগকে ফিরিয়া যাইতে হইবে।”
بَابٌ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ} [الشعراء: 224]
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ‏:‏ ‏(‏وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ‏)‏ إِلَى قَوْلِهِ‏:‏ ‏(‏وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ‏)‏، فَنَسَخَ مِنْ ذَلِكَ وَاسْتَثْنَى فَقَالَ‏:‏ ‏(‏إِلاَّ الَّذِينَ آمَنُوا‏)‏ إِلَى قَوْلِهِ‏:‏ ‏(‏يَنْقَلِبُونَ‏)‏‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান