আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৪২
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমার নামানুসারে তোমরা নাম রাখিবে কিন্তু আমার কুনিয়তে কেহ যেন অবলম্বন না করে। কেননা আবুল কাসিম তো আমিই। ১
بَابُ أَسْمَاءِ الأنْبِيَاءِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ قَالَ‏:‏ حَدَّثَنِي مُوسَى بْنُ يَسَارٍ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ تَسَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي، فَإِنِّي أَنَا أَبُو الْقَاسِمِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৮৪৩
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪৩. হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) বাজারে বিরাজ করিতেছিলেন এমন সময় এক ব্যক্তি ডাকিলঃ হে আবুল কাসিম (কাসিমের পিতা)! রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার দিকে তাকাইলেন। সে ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি তো ঐ ব্যক্তিকে ডাকিয়াছি (আপনাকে নহে)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ দেখ, আমার নামে তোমরা নাম রাখিবে, তবে আমার কুনিয়তে (মানে আবুল কাসিম নামে) কাহার নাম রখিও না।
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ‏:‏ يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّمَا دَعَوْتُ هَذَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ سَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৪৪
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪৪. হযরত আব্দুল্লাহ্ ইবন সালাম-এর পুত্র ইউসুফ বলেন, নবী করীম (ﷺ) আমার নাম রাখেন ইউসুফ। তিনি আমাকে তাঁহার কোলে বসান এবং মাথায় (স্নেহ) হাত বুলাইয়া দেন।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي الْهَيْثَمِ الْقَطَّانُ قَالَ‏:‏ حَدَّثَنِي يُوسُفُ بْنُ عَبْدِ اللهِ بْنِ سَلاَّمٍ قَالَ‏:‏ سَمَّانِي النَّبِيُّ صلى الله عليه وسلم يُوسُفَ، وَأَقْعَدَنِي عَلَى حِجْرِهِ وَمَسَحَ عَلَى رَأْسِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৪৫
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪৫. হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, আমাদের আনসারদের মধ্যকার এক ব্যক্তির ঘরে একটি শিশু ভূমিষ্ঠ হইল। সে ব্যক্তি তাহার নাম রাখিতে চাহিল মুহাম্মাদ।
হাদীসের রাবী শু’বা বলেন, মনসুর রাবীর বর্ণনায় এরূপ আছে যে, সেই আনসারী (যাহার ছেলে ভূমিষ্ঠ হইয়াছিল) বলেনঃ আমি তাহাকে কাঁধে তুলিয়া লইয়া নবী করীম (ﷺ)-এর দরবারে উপস্থিত করিলাম।
আর অপর রাবী সুলায়মান বলেনঃ তাহার ছেলে ভূমিষ্ঠ হইল । আর তাহারা তাহার নাম মুহাম্মাদ রাখিতে মনস্থ করিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা আমার নামে নাম রাখিতে পার তবে আমার কুনিয়ত অনুসারে কুনিয়াত রাখিও না। কেননা আমাকে তোমাদের মধ্যে কাসিম (বিতরণকারী) বলা হইয়াছে, আমি তোমাদের মধ্যে বিতরণ করিয়া থাকি। রাবী হিস্‌ন বলেন, আমাকে কাসিম বা বিতরণকারীরূপে প্রেরণ করা হইয়াছে, যেন তোমাদের মধ্যে বিতরণ করি।
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، وَفُلاَنٍ، سَمِعُوا سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، وَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا، قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ‏:‏ إِنَّ الأَنْصَارِيَّ قَالَ‏:‏ حَمَلْتُهُ عَلَى عُنُقِي، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم، وَفِي حَدِيثِ سُلَيْمَانَ‏:‏ وُلِدَ لَهُ غُلاَمٌ فَأَرَادُوا أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا، قَالَ‏:‏ تَسَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا، أَقْسِمُ بَيْنَكُمْ‏.‏ وَقَالَ حُصَيْنٌ‏:‏ بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৪৬
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪৬. হযরত আবু মুসা (রাযিঃ) বলেন, আমার একটি ছেলে-সন্তান ভূমিষ্ঠ হইল। আমি তাহাকে নিয়া নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলাম। তিনি তাঁহার পবিত্র মুখে চিবাইয়া শিশুর তালুতে (মুখের অভ্যন্তরে) লাগাইলেন এবং তাহার জন্য বরকতের দুআ করিলেন, অতঃপর তাহাকে আমার কোলে ফিরাইয়া দিলেন। রাবী বলেনঃ আর এই শিশুটাই ছিল আবু মুসার বড় ছেলে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ‏:‏ وُلِدَ لِي غُلاَمٌ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ، وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ، وَدَفَعَهُ إِلَيَّ وَكَانَ أَكْبَرَ وَلَدِ أَبِي مُوسَى‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান